দাম্পত্য ও দায়িত্ব

সুচিত্রা ভট্টাচার্য | রবিবার , ২৪ সেপ্টেম্বর, ২০২৩ at ৬:৩৫ পূর্বাহ্ণ

দুজন প্রাপ্তবয়স্ক নারী পুরুষের বিবাহবন্ধনে আবদ্ধ হবার পর একটি দাম্পত্য সম্পর্ক শুরু হয়। এই সম্পর্কে ভালোবাসা, প্রেম, রোমান্স বা পরবর্তী বংশ পরম্পরার আগমন ছাড়াও স্বামীস্ত্রী দুজনের উপরেই বর্তায় বিশাল দায়িত্ব। আজকাল আমাদের সমাজে বিভিন্ন পরিবারে পারিবারিক অশান্তি ও বিবাহ বিচ্ছেদের মত ঘটনা অহরহ ঘটছে। এর মূল কারণ হিসেবে মনে হয়, দাম্পত্য সম্পর্কে শ্রদ্ধাবোধ, বিশ্বস্ততার অভাব ও দায়িত্বহীনতা। আধুনিক জীবন যাপনে আমরা বেশিরভাগ মানুষই হয়ে পড়েছি আত্মকেন্দ্রিক। পেশাগত ব্যস্ততার কারণেই হোক বা কোনো কোনো ক্ষেত্রে যাপিত জীবনকে উপভোগ করাই হোক, স্বামী বা স্ত্রী যেকোনো একজন যখন পারিবারিক বা সাংসারিক দায়িত্বহীনতার পরিচয় দেন আমার মনে হয় তখনই দাম্পত্য সম্পর্কের বিভিন্ন সমস্যা ও জটিলতা শুরু হয়। বর্তমান সময়ে নিজের ক্যারিয়ার, ইগো বা নিজের অবস্থান থেকে কেউই ছাড় দিতে চান না। কিন্তু একটি সুন্দর পরিবার বা সংসার তৈরি হতে গেলে স্বামী স্ত্রী উভয়কে পরস্পরের দায়িত্ব পালন করতে হবে। একজন আরেকজনের প্রতি কেয়ারিং বা সহমর্মিতার মনোভাব থাকতে হবে। স্বামী স্ত্রীর দাম্পত্য সম্পর্ক সুন্দর হলেই একটি সুন্দর পরিবার গড়ে ওঠে। সেটি তাদের পরবর্তী প্রজন্মের উপরও একটি অনুকরণীয় মাইলফলক হয়ে থাকে।

পূর্ববর্তী নিবন্ধনবায়নযোগ্য শক্তির প্রসারে ডলার সাশ্রয় হবে কি?
পরবর্তী নিবন্ধবাকি অনেক কথা