‘দামপাড়া’ সিনেমার দৃশ্যধারণ শুরু

| শনিবার , ২৫ ডিসেম্বর, ২০২১ at ৫:৩১ পূর্বাহ্ণ

মহান মুক্তিযুদ্ধে চট্টগ্রাম জেলাকে পাকিস্তানি সেনাবাহিনীর ধ্বংসযজ্ঞ থেকে রক্ষায় আত্মোৎসর্গকারী তৎকালীন চট্টগ্রাম জেলার এসপি এম শামসুল হকের বর্ণাঢ্য জীবন ও দেশপ্রেম নিয়ে নির্মিতব্য চলচ্চিত্র ‘দামপাড়া’র দৃশ্যধারণ গতকাল শুক্রবার চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটে শুরু হয়েছে। সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর ছবি প্রযোজনার সঙ্গে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাবৃন্দ, চলচ্চিত্রের পরিচালক, সহকারী পরিচালক ও শিল্পী-কুশলীদের উপস্থিতিতে দৃশ্য ধারণ উদ্বোধন করেন। পরিবেশে ১৯৭১, ভাবে দেশপ্রেম এবং বিন্যাসে আধুনিক এই চলচ্চিত্রটি এসপি এম শামসুল হক, মুক্তিযুদ্ধকালীন চট্টগ্রাম জেলা, দামপাড়া পুলিশ লাইন্স, পাকিস্তানি সেনাবাহিনীর চালিত ধ্বংসযজ্ঞের আবহ, সামাজিক ও সাংস্কৃতিক পরিপ্রেক্ষিত, মনস্তাত্ত্বিক পটভূমি ও অন্যান্য ঐতিহাসিক ফেনোমেননের ওপর ভিত্তি করে নির্মিত হচ্ছে। ছবিটির প্রধান চরিত্র তৎকালীন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এম শামসুল হকের ভূমিকায় অভিনয় করছেন ফেরদৌস এবং তার স্ত্রী বাংলাদেশের প্রথম মহিলা রাষ্ট্রদূত মাহমুদা হক চৌধুরীর ভূমিকায় অভিনয় করছেন ভাবনা।

পূর্ববর্তী নিবন্ধবিশাল জয়ে এশিয়া কাপ শুরু টাইগার যুবাদের
পরবর্তী নিবন্ধজাহাজের ওপর সিয়াম ও পূজার রোমান্স