দামপাড়া ফ্লাইওভারের পিলারে আগুন, ১৫ মিনিটে নিয়ন্ত্রণ

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১ জানুয়ারি, ২০২৬ at ৫:৫৫ পূর্বাহ্ণ

নগরীর দামপাড়া এলাকায় আখতারুজ্জামান ফ্লাইওভারের একটি পিলারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে আনুমানিক ২০ হাজার টাকার সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক অভিযানে প্রায় ১ লাখ টাকার সম্পদ উদ্ধার করা সম্ভব হয়েছে।

গতকাল বুধবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তাদের প্রচেষ্টায় মাত্র ১৫ মিনিটের মধ্যে, সন্ধ্যা ৭টার দিকে আগুন নির্বাপন করা হয়। চট্টগ্রাম ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিড়িসিগারেটের আগুন থেকেই ফ্লাইওভারের পিলারে আগুনের সূত্রপাত হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

পূর্ববর্তী নিবন্ধস্বাগত ২০২৬
পরবর্তী নিবন্ধসদরঘাট, চান্দগাঁও ও ডবলমুরিং থানায় নতুন ওসি নিয়োগ