নগরীর দামপাড়া পুলিশ লাইনের একটি নারী ব্যারাকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার সকাল ১০টা ৫৫ মিনিটে আগুনের সূত্রপাত হয় এবং বেলা ১১টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সৌমেন বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ফায়ার সার্ভিসের দুটি গাড়ি গিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ১০ হাজার টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে। তবে জানমালের কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছেন তিনি।