নগরীর দামপাড়া পুলিশ লাইনের হিলটপ ব্যারাক হাউজের পঞ্চম তলার ছাদ থেকে পড়ে জাহিদুল ইসলাম নামের এক কনস্টেবলের মৃত্যু হয়েছে। তিনি ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জের বাসিন্দা। তার বাবার নাম আব্দুল আউয়াল।
কর্মরত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স বিভাগের এসএএফ শাখায়। গতকাল ভোর সাড়ে চারটায় এ ঘটনা ঘটে। সিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) স্পিনা রানী প্রামাণিক বলেন, সিসিটিভি ফুটেজে দেখা গেছে, অসতর্কতাবশত কন্সটেবল জাহিদুল ইসলাম হিলটপ ব্যারাকের পঞ্চম তলার ছাদ থেকে পড়ে গিয়েছেন। মরদেহ চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে। সিএমপি সূত্র জানায়, ২০২০ সালের ৫ মার্চ জাহিদুল ইসলাম পুলিশ বিভাগে যোগ দেন।