দাবি আদায় না হওয়া পর্যন্ত এমপিওভুক্ত শিক্ষকদের রাজপথ না ছাড়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি–এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। গতকাল রোববার বিকালে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থানরত শিক্ষক–কর্মচারীদের সঙ্গে সংহতি প্রকাশ করে হাসনাত বলেন, প্রিয় শিক্ষক সমাজ, যতক্ষণ পর্যন্ত না আপনাদের দাবি করা বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা এই মোনাফেক অন্তর্বর্তী সরকার মেনে নেবে, ততক্ষণ পর্যন্ত আপনারা রাজপথ ছাড়বেন না। এটা রাষ্ট্রের কাছে কোনো ভিক্ষা নয়, এটা রাষ্ট্রের কাছে আপনাদের অধিকার। দাবি আদায় না হওয়া পর্যন্ত শিক্ষকদের শহীদ মিনার না ছাড়ারও আহ্বান জানান তিনি। খবর বিডিনিউজের।
বাড়ি ভাড়াসহ বিভিন্ন ভাতা বাড়ানোর দাবিতে এদিন ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে অব্স্থান কর্মসূচি শুরু করেন এমপিওভুক্ত শিক্ষক–কর্মচারীরা। বিকালে শহীদ মিনারে শিক্ষকদের অবস্থান কর্মসূচিতে উপস্থিত হয়ে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ বলেন, শিক্ষকদের যেভাবে পেটানো হয়েছে এটা কোনো সভ্য রাষ্ট্রীয় চরিত্র হতে পারে না। অনতিবিলম্বে এই হীন কাজের জন্য তাদেরকে ক্ষমা চাইতে হবে। আর যাদের আপনারা (পুলিশ) গ্রেপ্তার করেছেন, তাদের সূর্য ডোবার আগে ছেড়ে দিতে হবে।
শিক্ষক–কর্মচারীদের ১ হাজার ৫০০ টাকা চিকিৎসা ভাতার দাবি নিয়ে তিনি বলেন, আপনাদের চাওয়া তো কত কম, রিপোর্টটা দেখাইতে ১৫০০ টাকা ভিজিট দিতে হয়। বাংলাদেশের কোনো হাসপাতালে ১৫০০ টাকায় চিকিৎসা হয় না। স্বাস্থ্য উপদেষ্টা আমরা বানাইসি দেশের স্বাস্থ্য সংস্কার করার জন্য। কিন্তু উনি যখন অসুস্থ হন উনি চিকিৎসা নিতে যান সিঙ্গাপুর। এর থেকে লজ্জার কি আছে? উচিত ছিল, আমার জনগণ যতক্ষণ না পর্যন্ত সুচিকিৎসা পাচ্ছে, আমি যেহেতু এই চিকিৎসার দায়িত্বে রয়েছি, আমি নিজেও এই চিকিৎসা কার্যক্রমের অংশ হব। কিন্তু আমরা দেখলাম তারা নির্লজ্জের মতো সিঙ্গাপুরে চিকিৎসা নিতে যায়।
প্রশাসনে পদায়ন–পদোন্নতি নিয়ে সিন্ডিকেট গঠন করা হয়েছে বলে অভিযোগ করে হাসনাত বলেন, আমরা কখনই শিক্ষকদের গলা চেপে ধরতে দেখি নাই রাষ্ট্রের। তাদের এই মিটিংয়ের প্রতি সম্মান জানাইয়া আমরা রাষ্ট্রের কাছে অনুরোধ করতে চাই, দ্রুততম সময়ের মধ্যে তাদের বাড়ি ভাড়া ২০ শতাংশ করতে হবে।