রেলওয়ের রানিং স্টাফদের (ট্রেন চালক, গার্ড ও টিটিই) মাইলেজ সংক্রান্ত জটিলতা আগামীকাল ২৭ জানুয়ারি রাত ১২টার মধ্যে সুরাহা না হলে ১২টা ১ মিনিট থেকে সারা দেশে কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছেন সংগঠনটির নেতারা। আজ ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ এবং বর্ধিত সভার ডাক দিয়েছেন রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়নের নেতারা।
গতকাল শনিবার রাতে বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান আজাদীকে বলেন, আমাদের দাবি আদায়ের লক্ষ্যে বোরবার (আজ) ঢাকায় বর্ধিত সভা অনুষ্ঠিত হবে। সারা দেশ থেকে ট্রেন চালক, গার্ড, টিটিইরা আসবেন। সকাল ১০টায় কমলাপুরে বিক্ষোভ মিছিল হবে। সকাল ১১টায় শাহজাহানপুরে কেন্দ্রীয় কার্যালয়ে বর্ধিত সভা হবে। আমাদের দাবিসমূহ আগামীকাল (২৭ জানুয়ারি) রাত ১২টার মধ্যে সুরাহা না হলে রাত ১২টা ১ মিনিটের পর থেকে ধর্মঘট শুরু হবে। আর ধর্মঘট শুরু হলে তো ট্রেন চলাচল বন্ধ হয়ে যাবে।
তিনি বলেন, রানিং স্টাফরা ক্ষুব্ধ। রেল সৃষ্টির শুরু থেকে রেলওয়ে রানিং স্টাফগণ পার্ট অফ পে রানিং এলাউন্সসহ পেনশন পেয়ে আসছেন। ২০২১ সালে অর্থ মন্ত্রণালয় থেকে জারি করা এক চিঠিতে রানিং স্টাফদের রানিং এলাউন্স খর্ব এবং বন্ধ করে দেওয়া হয়। ফলে রানিং স্টাফদের মাঝে ক্ষোভ ও অসন্তোষ দেখা দেয়। রেল সচিব, ডিজিসহ ঊর্ধ্বতন কর্মকর্তা বারবার আশ্বস্ত করলেও আমাদের দাবি ৩ বছরেও মানা হয়নি।
তিনি বলেন, রানিং স্টাফদের পার্ট অব পে রানিং এলাউন্সের ওপর ২০২১ সালের ৩ নভেম্বরের অর্থ মন্ত্রণালয়ের সকল অসম্মতিপত্র আগামী ২৭ জানুয়ারি রাত ১২টার মধ্যে প্রত্যাহার করে পূর্বের মতো সকল সুযোগ–সুবিধা বহাল রাখতে হবে। লিখিতভাবে আমাদের দাবির বিষয়ে ডিজি মহোদয়কে জানিয়েছি। তিনি বলেন, চলমান আন্দোলনের মধ্যে অর্থ মন্ত্রণালয় ২৩ জানুয়ারি একটি পরিপত্র জারি করেছে। এই চিঠি পাওয়ার পর রানিং স্টাফরা আরো ক্ষুব্ধ হয়েছেন। অর্থ মন্ত্রণালয়ের এই পরিপত্র রেলওয়ের প্রচলিত আইনের বিরুদ্ধে।