দাবি আদায়ে রোগীদের জিম্মি করা কাম্য নয়

চমেক হাসপাতাল পরিচালক

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ৩ ফেব্রুয়ারি, ২০২২ at ৬:১৮ পূর্বাহ্ণ

দাবি আদায়ে রোগীদের জিম্মি করা বা ভোগান্তিতে ফেলা কাম্য নয় বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম আহসান। চমেক হাসপাতাল পরিচালক পদে অতি সম্প্রতি যোগ দিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর এ কর্মকর্তা। স্যান্ডরের ডায়ালাইসিস সেবা বন্ধের প্রসঙ্গে জানতে চাইলে গতকাল দৈনিক আজাদীকে তিনি বলেন, সরকারি বিল পরিশোধ প্রক্রিয়া কিছুটা সময়-সাপেক্ষ। এটা সবারই জানা। স্যান্ডর নামের প্রতিষ্ঠানটি সরকারের কাছ থেকে যে বিল পাওনা রয়েছে তা পরিশোধের প্রক্রিয়ায় রয়েছে। অর্থ মন্ত্রণালয় থেকে অনুমোদন হয়ে আসলেই স্বাস্থ্য মন্ত্রণালয় বিলটি ছাড় করতে পারবে। আর এই বিল ছাড়করণে হাসপাতালের পক্ষ থেকে একটি নির্ধারিত সময় অন্তর প্রতিবেদন দিতে হয়। সেটা কিন্তু দেয়া আছে। অর্থাৎ আমাদের হাসপাতালের তরফ থেকে কোনো কিছু আটকে নেই। আজ হোক-কাল হোক, তারা তাদের পাওনা পাচ্ছেন। কিন্তু বিল পেতে বিলম্বের কারণে রোগীদের জিম্মি করা বা ভোগান্তিতে ফেলা কোনোভাবে কাম্য নয়। তারা কিন্তু একটি ব্যবসায় প্রতিষ্ঠান। তাদের সেন্টারে রোগীদের কম খরচে যে সেবা দেয়া হয়, সরকার তা ভর্তুকি হিসেবে দিচ্ছে। বুধবার হঠাৎ করে সেবা বন্ধ করায় অনেক রোগী ভোগান্তিতে পড়েছেন। এটা কখনো কাম্য নয়। বুধবার ডায়ালাইসিসের প্রয়োজনীয় কাঁচামাল আমরা সরবরাহ দিয়েছি। এর মাধ্যমে সেবা এখন চালু রয়েছে। তারা অন্তত চার দিন সেবা চালু রাখবে বলে আমাদের জানিয়েছে। এই সময়ের মধ্যে হয়তো কোনো একটি সুরাহা হবে বলে আমরা আশা করছি।

পূর্ববর্তী নিবন্ধখালেদা সুস্থ হয়ে বাড়ি ফিরে যাওয়ায় বিএনপি হতাশ : তথ্যমন্ত্রী
পরবর্তী নিবন্ধপবিত্র শবে মেরাজ ২৮ ফেব্রুয়ারি