কর্মবিরতির মুখে বেতন–ভাতা ২৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ৩০ হাজার টাকা করা হলেও সেটি মানছেন না বেসরকারি পোস্ট গ্রাজুয়েট ট্রেইনি চিকিৎসকরা। মাসিক বেতন ভাতা ৫০ হাজার টাকার করার দাবিতে অনড় অবস্থান নিয়ে এখনো কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন তারা। গত ২১ ডিসেম্বর থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে কর্মবিরতি পালন করায় সরকারি চিকিৎসকদের ওপর চাপ বেড়েছে। অবশ্য চমেক হাসপাতালে রোগীদের চিকিৎসা সংক্রান্ত সব ধরনের কার্যক্রম স্বাভাবিক রয়েছে।
বেসরকারি পোস্ট গ্রাজুয়েট ট্রেইনি চিকিৎসকদের দাবিগুলোর মধ্যে রয়েছে মাসিক ভাতা ৫০ হাজার টাকা করা, নিয়মিত প্রদান এবং সকল ট্রেইনি চিকিৎসকের বকেয়া দ্রুততম সময়ে পরিশোধ করা। এদিকে বেসরকারি পোস্ট গ্রাজুয়েট ট্রেইনি চিকিৎসকদের কর্মবিরতি প্রতি সংহতি জানিয়েছে চমেক হাসপাতালের পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি ডক্টরস এসোসিয়েশন।
সংগঠনটির সভাপতি ডা. মোহাম্মদ তানভির হাবীব আজাদীকে বলেন, বেসরকারি পোস্ট গ্রাজুয়েট ট্রেইনি চিকিৎসকদের কর্মবিরতির মুখে সরকার ৫ হাজার টাকা বেতন ভাতা বাড়িয়েছে। তবে বাস্তবতা হচ্ছে, এই টাকা দিয়ে বর্তমান সময়ে ব্যয় নির্বাহ খুবই কঠিন। তাই আমরা চিকিৎসকদের কর্মবিরতির প্রতি সংহতি জানিয়েছি। আমরা মনে করছি চিকিৎসকদের দাবি অত্যন্ত যৌক্তিক।
সংগঠনের সাধারণ সম্পাদক ডা. মো. মোনায়েম ফরহাদ বলেন, বেসরকারি পোস্ট গ্রাজুয়েট ট্রেইনি চিকিৎসকদের প্রতি আমাদের নৈতিক সমর্থন রয়েছে। আমরা বর্তমান সরকারের প্রতি চিকিৎসকদের বেতন–ভাতা সংক্রান্ত যৌক্তিক দাবি মেনে নেওয়ার আহ্বান জানাচ্ছি।