দাবা ফেডারেশনকে দেশের সেরা সংগঠনের পুরস্কার দিল বিএসপিএ

| শনিবার , ৪ জুন, ২০২২ at ৫:১০ পূর্বাহ্ণ

বাংলাদেশের ক্রীড়া সংবাদিকদের সংগঠন বাংলাদেশ স্পোর্টস প্রেস এসোসিয়েশন (বিএসপিএ) গতকাল পুরষ্কৃত করেছে দেশের ক্রীড়াবিদ, ক্রীড়া সংগঠক এবং সংগঠনকে। সেখানে দেশের সেরা সংগঠনের পুরস্কার লাভ করেছে বাংলাদেশ দাবা ফেডারেশন। সেরা সংগঠকের পুরস্কার পেয়েছেন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের মহাসচিব শাহেদ রেজা। আর সেরা ক্রীড়াবিদের পুরস্কার পেয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড় মেহেদী হাসান মিরাজ। গতকাল ঢাকার একটি হোটেলে পুরস্কার প্রাপ্তদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। বাংলাদেশ দাবা ফেডারেশনের পক্ষে সেরা সংগঠনের পুরস্কার গ্রহণ করেন দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মোহামেডানের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম। তিনি দায়িত্ব নেওয়ার পর থেকে বাংলাদেশ দাবা ফেডারেশনের ব্যাপক উন্নতি সাধন করেছেন। দেশের ক্রীড়া ফেডারেশন গুলোর মধ্যে দাবা এখন অনেক এগিয়ে। যার স্বীকৃতি দিল বাংলাদেশ স্পোর্টস প্রেস এসোসিয়েশন (বিএসপিএ)

পূর্ববর্তী নিবন্ধপাইওনিয়ার ফুটবল লিগে দুটি খেলা অনুষ্ঠিত
পরবর্তী নিবন্ধপাকিস্তানের বিপক্ষে খেলতে চায় ভারতের ক্রিকেটাররা