দানু ছিলেন মুক্তিযুদ্ধের সম্মুখযোদ্ধা

মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় বক্তারা

আজাদী ডেস্ক | বৃহস্পতিবার , ২৩ সেপ্টেম্বর, ২০২১ at ১২:২৩ অপরাহ্ণ

বীর মুক্তিযোদ্ধা কাজী ইনামুল হক দানুর মৃত্যুবার্ষিকী নানা কর্মসূচির মাধ্যমে গতকাল বুধবার পালিত হয়। মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় বক্তারা বলেছেন, দানু ছিলেন মুক্তিযুদ্ধের একজন সম্মুখযোদ্ধা। মুক্তিযুদ্ধে তাঁর ভূমিকা অবিস্মরণীয়।
মহানগর আওয়ামী লীগ : মহানগর আওয়ামী লীগের উদ্যোগে গতকাল বুধবার বায়তুস সালাত জামে মসজিদে কাজী ইনামুল হক দানুর ৮ম মৃত্যুবার্ষিকীতে খতমে কোরআন ও মিলাদ মাহফিল শেষে সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন, মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন। উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি নঈম উদ্দিন চৌধুরী, অ্যাড. সুনীল কুমার সরকার, অ্যাড. ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, খোরশেদ আলম সুজন, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, উপদেষ্টা সফর আলী, শেখ মোহাম্মদ ইসহাক, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, শফিক আদনান, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, মরহুমের সন্তান কাজী রাজেশ ইমরান প্রমুখ। এর আগে সকালে মরহুমের কবরস্থ বাইতুস সালাত জামে মসজিদে খতমে কোরআন ও মিলাদ মাহফিল শেষে মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে মরহুমের কবরে পুষ্পমাল্য অর্পণ করা হয়। দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন পেশ ইমাম মাওলানা মো. ইলিয়াছ।
মহানগর মুক্তিযোদ্ধা সংসদ : বীর মুক্তিযোদ্ধা কাজী ইনামুল হক দানুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল বুধবার চট্টেশ্বরী রোডস্থ বায়তুস সালাত জামে মসজিদ সংলগ্ন মরহুমের কবরস্থানে পুস্পস্তবক দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন মুক্তিযোদ্ধা সংসদ মহানগর ইউনিট কমান্ডের নেতৃবৃন্দ। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংসদের মহানগর ইউনিট কমান্ডার মোজাফফর আহমদ, ডেপুটি কমান্ডার শহীদুল হক চৌধুরী সৈয়দ, সহকারী কমান্ডার সাধন চন্দ্র বিশ্বাস, শফর আলী, শেখ মাহমুদ ইসহাক, সৈয়দ আহমেদ প্রমূখ।
আন্দরকিল্লা ওয়ার্ড আওয়ামী লীগ : দানুর ৮ম মৃত্যুবার্ষিকীতে মরহুমের কবরে গতকাল বুধবার শ্রদ্ধা নিবেদন করেন আন্দরকিল্লা ওয়ার্ড আওয়ামী লীগ। শ্রদ্ধা নিবেদনে উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মু. ইকবাল হাসান, নুরুল আমিন, আবদুল মোনায়েম, মঞ্জুর হোসেন, ননীগোপাল চৌধুরী, মহিউদ্দিন শাহ, তারেক হায়দার বাবু প্রমুখ।
নাসিরাবাদ ওয়ার্ড আওয়ামী লীগ : দানুর ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল বুধবার সকালে কবর জেয়ারত ও ফুলেল শ্রদ্ধা জানান নাসিরাবাদ ওয়ার্ড আওয়ামী লীগ নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা মো. আলী আকবর, একেএম জাফরুল্লাহ চৌধুরী, মাবুদ সওদাগর, বজল আহমেদ, নটরাজ গুপ্ত, শের আলী, মোহাম্মদ হারুন, শাহাবুদ্দিন প্রমুখ।
মহানগর যুবলীগ : কাজী ইনামুল হক দানুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে মহানগর যুবলীগের উদ্যোগে উপলক্ষে মরহুমের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন মহানগর যুবলীগের আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চু, যুগ্ম-আহবায়ক দেলোয়ার হোসেন খোকা, ফরিদ মাহমুদ, দিদারুল আলম দিদার, মাহবুবুল হক সুমন প্রমুখ।
ওমরগণি এমইএস কলেজ ছাত্রলীগ : ওমরগণি এমইএস বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের উদ্যোগে দানুর মৃত্যুবার্ষিকীতে কবরে পুষ্পমাল্য অর্পণ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন ওমরগণি এমইএস বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ মোহসীন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য রাজেস বড়ুয়া, মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি সৌমেন বড়ুয়া, মহানগর সম্পাদক মণ্ডলীর সদস্য মো. আরিফুল ইসলাম আরিফ, মো. নুরুল ইসলাম সুমন, ওমরগণি এমইএস কলেজ ছাত্রলীগ নেতা রেজাউল করিম রিটন, আমিনুল ইসলাম রাসেল প্রমুখ।
১৭ নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ড আওয়ামী লীগ : কাজী ইনামুল হক দানুর মৃত্যুবার্ষিকীতে পুষ্পস্তবক অর্পণ, দোয়া মোনাজাত এবং শ্রদ্ধা নিবেদন করেন ১৭নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ড আওয়ামী লীগ নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন, মো. আলী নেওয়াজ, অধ্যাপক সোলাইমান হোসেন রাজু, সরোয়ার আলম, মো. হারুন প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধচার খাদ্য প্রতিষ্ঠানকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা
পরবর্তী নিবন্ধমীরসরাইয়ে আরেক ব্যর্থ প্রেমিকের আত্মহত্যা