দানশীল ব্যক্তিদের মহৎ কাজে এগিয়ে আসার আহবান

নাটাব চট্টগ্রামের যাকাত ফান্ডে চেক প্রদান অনুষ্ঠান

| সোমবার , ১০ এপ্রিল, ২০২৩ at ১০:২৯ পূর্বাহ্ণ

সিভিও পেট্রোক্যামিকেল রিফাইনারী লিঃ, পিএলসির চেয়ারম্যান ও নাটাব চট্টগ্রামের নির্বাহী সদস্য শিল্পপতি শামসুল আলম শামীম বলেন, যক্ষ্মা নিকট অতীতে নিরাময় অযোগ্য একটি ভয়াবহ রোগ হিসেবে আতঙ্কের একটি বড় কারণ ছিল। এক সময় প্রবাদ ছিল যক্ষ্মা হলে রক্ষা নেই, তবে এখন সেই আতঙ্ক আর নেই। তিনি বলেন, নাটাব চট্টগ্রাম দীর্ঘদিন ধরে বিনামূল্যে যক্ষ্মা রোগীদের সেবা দিয়ে আসছে। এক্ষেত্রে সমাজের বিত্তবান ও মানবপ্রেমী দানশীল ব্যক্তিদের এ মহৎ কাজে এগিয়ে আসতে হবে।

তিনি গতকাল সকালে বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব) চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ফারুকের নিকট তাঁর ব্যক্তিগত যাকাতের কিছু অংশ স্বীয় কার্যালয়ে চেকের মাধ্যমে প্রদান করেন। এ সময় সমিতির সভাপতি মোরশেদুল আলম কাদেরী বলেন, নাটাব আজ মানবিক ও চিকিৎসা সেবার ক্ষেত্রে যে ভূমিকা রেখেছে তা সম্ভব হয়েছে কিছু উদার ও মানবপ্রেমী সামর্থ্যবান মানুষের বধন্যতায়। সমিতির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ফারুক শামসুল আলম শামীমকে যাকাতের চেক প্রদান করায় সমিতির পক্ষ হতে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসিআইইউতে পাবলিক স্পিকিং বিষয়ক কর্মশালা
পরবর্তী নিবন্ধমীরসরাইয়ের অসুস্থ আওয়ামী লীগ নেতার শয্যাপাশে যুবলীগ নেতা এলিট