শত শত ক্যামেরায় সামনে যখন
গরিবদের করা হয় দান
ভেবে দেখে, এভাবেই করছি আমরা
তাদের পরোক্ষ অপমান।
এক পুঁটলি জিনিস দিয়ে
বনে যায় মস্ত দানবীর
ফেসবুকে পোস্ট করে সেই ছবি
সমাজে হাঁটি উঁচু করে শির।
ভাইরাল হতে আজকাল দেখি
অনেকেই করে লোক দেখানো দান
সহযোগিতার নামে ফলোয়ার বাড়াই তারা
কমিয়ে দেয় গরিবের মান–সম্মান।
গোপনে ফোটাও মানুষের হাসি
প্রকাশ্য দিবালোকে নয়
গোপনেই করো দান সদকা
এতেই আল্লাহ খুশি হয়।