দাদুর জন্য অক্সিজেন চেয়ে টুইট করে মামলায় যুবক

| শুক্রবার , ৩০ এপ্রিল, ২০২১ at ৮:০০ পূর্বাহ্ণ

মুমূর্ষূ দাদুর জন্য অক্সিজেন চেয়ে টুইট করেছিলেন শশাঙ্ক যাদব নামের এক যুবক। আর তারপরই মামলায় পড়লেন তিনি। তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করল পুলিশ। ঘটনাটি ঘটেছে ভারতে উত্তর প্রদেশের আমেঠিতে। অভিযোগে বলা হয়েছে, তিনি অক্সিজেন সঙ্কট নিয়ে গুজব ছড়াচ্ছেন। আতঙ্ক, উদ্বেগ সৃষ্টির অভিপ্রায় নিয়ে তিনি রাষ্ট্রের বিরুদ্ধে, জনগণের বিরুদ্ধে অপরাধ করছেন। বিবিসি জানায়, গত সোমবার ২৬ বছর বয়সী এই যুবক টুইটারে সংক্ষিপ্ত একটি পোস্টে তার অসুস্থ দাদুর জন্য অক্সিজেন চেয়ে আবেদন করেন। অভিনেতা সোনু সুদকেও ট্যাগ করেন। তবে তিনি একবারও লেখেননি যে তার দাদু করোনাভাইরাস নাকি অন্য কোনও রোগে ভুগছেন।

পূর্ববর্তী নিবন্ধভারতে ১০ কোটি ডলারের সহায়তা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
পরবর্তী নিবন্ধকরোনায় ভারতে শনাক্ত ও মৃত্যুর নতুন রেকর্ড