বাবা মায়ের সাথে আমি
কই এসেছি? পাবনাতে,
নেই ইশকুল হোমওয়ার্ক
নেই কিছু আজ ভাবনাতে!
পাবনাতে কী? দাদুবাড়ি,
আমরা বলি জাদুবাড়ি!
জাম জামরুল আম আনারস
ফল কত না পেকেছে,
গাছে গাছে দুলছে লিচু
রং কত না মেখেছে!
গাছপাকা আম কাঁঠাল থেকে
কী মিঠে ঘ্রাণ ছুটেছে,
দাদীর হাসি সোহাগ আদর
মন আমাদের লুটেছে!
সবুজ ঘেরা জাদুবাড়ি
ইচ্ছে করে থেকে যাই,
মনের খাতার পাতায় পাতায়
খুশির ছবি এঁকে যাই।