‘দাগির’ বিশেষ প্রদর্শনীতে ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদ

| বুধবার , ৯ এপ্রিল, ২০২৫ at ৮:৩২ পূর্বাহ্ণ

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে সরব হয়েছেন দেশের নাটকসিনেমাসংগীত জগতের মানুষেরা। সেই প্রতিবাদ দেখা গেল ঈদে মুক্তিপ্রাপ্ত ‘দাগি’ সিনেমার একটি বিশেষ প্রদর্শনীতেও। খবর বিডিনিউজের।

ওই প্রদর্শনীতে এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে মৌন প্রতিবাদে অংশ নিয়েছেন অভিনেতা আফরান নিশো, গাজী রাকায়েত, অভিনেত্রী তমা মির্জাসহ আরো অনেকে।

রাজধানীতে বিমানবন্দর সংলগ্ন সেন্টার পয়েন্ট শপিং মলে স্টার সিনেপ্লেক্সের নতুন শাখায় সোমবার রাতে ‘দাগি’ সিনেমার বিশেষ প্রদর্শনী হয়েছে। সেখানে সিনেমার অভিনয়শিল্পী, নির্মাতা ও প্রযোজনা প্রতিষ্ঠানের সদস্যদের সঙ্গে আরও উপস্থিত ছিলেন তারিক আনাম খান, শহীদুজ্জামান সেলিম, ইন্তেখাব দিনার, বিজরী বরকতুল্লাহ, সুমন আনোয়ার, সুষমা সরকার, রাশেদ মামুন অপু, এ কে আজাদ সেতু, সোহেল মন্ডল, সাদিয়া আয়মান, নির্মাতা শরাফ আহমেদ জীবন, রায়হান রাফী, জাহিদ প্রীতমসহ অনেকে। এছাড়াও ছিলেন সংগীতশিল্পী সাজিদ সরকার ও মাশা ইসলাম। ওই প্রদর্শনীতে উপস্থিত ছিলেন এ সময়ের কয়েকজন নির্মাতা। ‘চক্কর’ সিনেমার শরাফ আহমেদ জীবন, ‘বরবাদ’ সিনেমার নির্মাতা মেহেদী হাসান হৃদয়, রায়হান রাফী ‘দাগি’ সিনেমার প্রশংসা করেন। রাফীর কথায় ‘দাগি’ পরিবার নিয়ে দেখার মত একটি সিনেমা। শরাফ আহমেদ জীবন সিনেমা এবং মূল চরিত্র নিশোর প্রংশসা করেছেন। ‘সুড়ঙ্গ’ মুক্তির পর দুই বছর পর ‘দাগি’ নিয়ে এই ঈদে ফিরছেন অভিনেতা আফরান নিশো। সিনেমাটিতে মুক্তি আর প্রায়শ্চিত্তের গল্প বলা হয়েছে। ‘দাগি’ সিনেমায় জুটি বেঁধেছেন নিশো ও তমা মির্জা। তারা একসঙ্গে কাজ করেছিলেন ‘সুড়ঙ্গ’ সিনেমাতেও।

পূর্ববর্তী নিবন্ধতাসকিনকে ছাড়াই জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের জন্য টেস্ট দল ঘোষণা
পরবর্তী নিবন্ধঅরিন্দমের ‘ডলু নদীর হাওয়া’র মঞ্চায়ন আজ