বাস চাপায় নগরে এক গার্মেন্টস কর্মী নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় আহত হয়েছেন আরো চারজন। গতকাল সকালে চান্দগাঁও থানার কামাল বাজার কর্ণফুলী টাওয়ারের সামনে এ দুর্ঘটনা ঘটে। হতাহতরা সবাই আজিম গ্রুপের কর্মী। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শ্রমিকরা রাস্তার পাশে দাঁড়ানো ছিলেন। আকস্মিক তাদের কোম্পানির একটি বাস চাপা দেয়। এসময় ঘটনাস্থলেই প্রাণ হারান শ্রমিক মমতাজ বেগম (৫৩)। নিহত মমতাজ চান্দগাঁও রেল লাইনের উত্তর পাশে ৮নং রোডের বাদশা মিয়ার ভাড়াটিয়া শাহ আলমের স্ত্রী। আহতরা হলেন- চান্দগাঁও নাছিমা কলোনির মো. বশিরের মেয়ে ইসমত আরা বৃষ্টি (২৫), চান্দগাঁও রেল লাইন উত্তর পাশের গোঁয়াছি বাগান এলাকার মো. সুজনের স্ত্রী হাফিজা (২২), একই এলাকার বাছির মিয়ার স্ত্রী তানিয়া আক্তার (২৪) ও ৮নং রেলবিটের ইমরান কলোনির মো. মিঠুর স্ত্রী কুলসুমা বেগম (২২)। আহত তানিয়া আক্তার সাংবাদিকদের বলেন, রাস্তার পাশে দাঁড়িয়েছিলাম। হঠাৎ বাসটি এসে আমাদের চাপা দেয়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া বলেন, আজিম গ্রুপ অব ইন্ডাস্ট্রির গাড়ির ধাক্কায় একজন স্পট ডেথ আছে। এছাড়া আহত চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তারা মোটামুটি সুস্থ আছেন।