দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানকে অপর কাভার্ড ভ্যানের ধাক্কা

চালকের সহকারী নিহত

সীতাকুণ্ড প্রতিনিধি | বৃহস্পতিবার , ৭ এপ্রিল, ২০২২ at ৫:৫৯ পূর্বাহ্ণ

সীতাকুণ্ড উপজেলার বড় দারোগাহাট এলাকায় দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানকে পেছন থেকে আরেকটি কাভার্ড ভ্যান ধাক্কা দিলে লিটন মিয়া (২৮) নামের চালকের এক সহকারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কাভার্ড ভ্যানের চালক মোহাম্মদ ইব্রাহিম। তারা দুজনেই ধাক্কা দেয়া কাভার্ড ভ্যানের চালক-সহকারী। গত মঙ্গলবার রাত সোয়া ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। নিহত লিটন মিয়ার বাড়ি ভোলার দৌলতখান উপজেলায়। তার মরদেহ সীতাকুণ্ডের কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়িতে প্রেরণ করা হয়। আহত ইব্রাহিমকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোহাম্মদ আবদুল্লাহ বলেন, চলন্ত অবস্থায় কাভার্ড ভ্যানটির একটি চাকা পাংচার হয়। এসময় চালক কাভার্ড ভ্যানটিকে ঠিক করতে সড়কের ওপর দাঁড় করায়। হঠাৎ পেছন থেকে অপর একটি কাভার্ড ভ্যান দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ধাক্কা দেয়া কাভার্ড ভ্যানের চালক গুরুতর আহত ও তার সহকারী ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটিকে উদ্ধার করে কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়িতে আনা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচকরিয়ায় খাদ্যগুদাম কর্মকর্তাসহ তিনজনকে প্রত্যাহার
পরবর্তী নিবন্ধপ্রতিপক্ষের হামলায় ভাই নিহত, বোন হাসপাতালে