দাঁড়িপাল্লায় ভোট দিয়ে দেশ-জাতির কল্যাণে কাজ করার সুযোগ দিন

সাতকানিয়ার ছদাহায় গণসংযোগে শাহজাহান চৌধুরী

সাতকানিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ২৭ জানুয়ারি, ২০২৬ at ১১:০০ পূর্বাহ্ণ

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য শাহজাহান চৌধুরী বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন দেশ ও জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে যে সরকার গঠিত হবে, তার হাতেই দেশ পরিচালনার দায়িত্ব ন্যস্ত হবে।

তিনি বলেন, জামায়াতে ইসলামী একটি মানবিক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে ১১ দলীয় জোটের মাধ্যমে নির্বাচনে অংশ নিচ্ছে। একই দিনে অনুষ্ঠিতব্য গণভোটে ‘হ্যাঁ’ ভোট বিজয়ী হলে ভবিষ্যতে আর কোনো ফ্যাসিবাদী শক্তি এ দেশে কায়েম হতে পারবে না। গতকাল সোমবার ছদাহা ইউনিয়নে দিনব্যাপী গণসংযোগকালে আয়োজিত বিভিন্ন পথসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

গণসংযোগকালে উপস্থিত ছিলেন জসিম উদ্দিন, মোহাম্মদ ইসমাইল, রফিকুল ইসলাম, নুরুল আমিন, নুরুল হক, ইঞ্জিনিয়ার কামরুল ইসলাম, ফৌজুল কবির, নেজাম উদ্দিন, আনোয়ার হোসেন জিহাদী, মাস্টার জয়নাল আবেদীন, মুজাহিদুল ইসলাম তারেক, মুজিবুর রহমান, তৌহিদুল ইসলাম, মাহমুদুল হক পেয়ারু, মো. শাহ আলম, রেজাউল করিম ও মোহাম্মদ ইলিয়াস। তিনি ছদাহা ইউনিয়নের উকিয়ারকুল, মধু মার্কেট, বিছিন্নাপাড়া, বণিকপাড়া, সাতগড়িয়াপাড়া, ফজুরপাড়া, জানারপাড়া, রোযাজিরপাড়া, মনুপাড়া, মাইজপাড়া ও সিন্দিপ্প্যা পাড়ায় ব্যাপক গণসংযোগ করেন। পাশাপাশি ছদাহা ফকিরহাটে নির্বাচনী অফিস উদ্বোধন করেন।

পূর্ববর্তী নিবন্ধজুলাই হত্যার দুই মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে পরোয়ানা
পরবর্তী নিবন্ধচট্টগ্রামবাসীর উন্নয়নের জন্য কাজ করে যেতে চাই : সাঈদ আল নোমান