জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় এসিস্ট্যান্ট সেক্রেটারী জেনারেল ও নির্বাহী পরিষদ সদস্য মুহাম্মদ শাহাজাহান বলেছেন, জুলাই অভ্যুত্থানে হাজারো মানুষের ত্যাগ শুধুমাত্র একটি স্বপ্ন, তা হলো নতুন বাংলাদেশ বিনির্মাণের। কিন্তু দীর্ঘ সময় পর জুলাই সনদ হলেও অন্তবর্তীকালীন সরকার এই সনদকে আইনগত ভিত্তি দিতে পারেনি। জুলাই সনদকে কার্যকর না করে নির্বাচন দিলে তা জাতির কাছে আরেকটি মৃত্যুফাঁদ করে রাখছে। এতে জুলাই সনদকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়ে জাতিকে পুনরায় অন্ধকারের দিকে ধাবিত করা হচ্ছে। সরকারের এ সিদ্ধান্ত থেকে ফিরে এসে নির্বাচনের আগে গণভোট দিয়ে জুলাই সনদকে আইনগত ভিত্তি দেয়ার জোর দাবি জানাচ্ছি। জনগণকে এ বিষয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি জুলাই সনদের ভিত্তিতে আগামীর মানবিক বাংলাদেশ গড়তে দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করার আহবান জানান । তিনি চট্টগ্রাম–১২ পটিয়া সংসদীয় আসন কমিটির উদ্যোগে শনিবার স্থানীয় কনভেনশন হলে ভোটকেন্দ্র প্রতিনিধিদের নিয়ে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
উপজেলা আমীর জসিম উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অতিথি ছিলেন চট্টগ্রাম–১২ আসনের এমপি প্রার্থী ডা. ফরিদুল আলম, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য আনোয়ারুল আলম চৌধুরী, ডা. আবু নাছের। বক্তব্য রাখেন জেলা সেক্রেটারী অধ্যক্ষ বদরুল হক, আরিফুর রশীদ, মাস্টার এস এম নাছির উদ্দীন, মাস্টার সেলিম উদ্দীন,আনোয়ার হোসাইন, রাশেদুল ইসলাম প্রমুখ।
চট্টগ্রাম–১২ আসনের এমপি প্রার্থী ডা. ফরিদুল আলম বলেন, স্বাস্থ্যসেবা নিশ্চিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিধি বৃদ্ধি শয্যা বাড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছি। উন্নয়নের জন্য সৎ নেতৃত্ব খুবই জরুরী। আগামী নির্বাচনে দুর্নীতি ও ফ্যাসিবাদ নির্মূল করে সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে।












