দহন প্রহর

আলেয়া আরমিন আলো | বৃহস্পতিবার , ১৫ আগস্ট, ২০২৪ at ৭:৫৯ পূর্বাহ্ণ

এক একটি শেষ বিকেলের চিত্রে

উষ্ণ চায়ের কাপে চুমুকের তৃপ্তির সাথেই

নীড়ে ফেরা পাখিদের অকারণ কোলাহলে

ধূসর বিষণ্নতাকে সাথে নিয়ে

অস্তরাগের সবটুকু লালিমা মুছে দিয়ে

সন্ধ্যা নেমে আসে পশ্চিমের বারান্দায়।

হৃদয়ের তপ্ত সৈকতে নোঙর ফেলে

কোনো এক কালের প্রত্ন নগর।

ধূপছায়া ঝাপসা আঁধারে গোলাপি ঠোঁটে

স্থবির বাতাসেও দুলে দুলে হেসে উঠে

একগুচ্ছ সন্ধ্যামালতী।

মরু মনের বালুতটে সাঁঝবাতির মতোই

ধিমে ধিমে জ্বলতে থাকে দহন প্রহর।

পূর্ববর্তী নিবন্ধসোনার বাংলাদেশ
পরবর্তী নিবন্ধজোড়াসাঁকোর রবি