দহনকাল

সিমলা চৌধুরী | রবিবার , ২৮ এপ্রিল, ২০২৪ at ৮:১৬ পূর্বাহ্ণ

তপ্ত পৃথিবীতে আজকাল

মেঘবৃষ্টিরও অসুখ করে

তীব্র তাপে বৃষ্টিবিহীন সময়ে

ভীষণ ক্লান্ত দুপুর।

শুদ্ধ ভালোবাসার খরায় পুড়ছে

মানুষের সনাতনী মন

জীবনের উঠোনে নৃত্যময়ীর

বারবার ছন্দ পতন।

শরীরে ঘুমের তীব্র ঘাণ

কিন্তু দুচোখ বাস করে

নির্ঘুম নগরীর অন্ধকার গলিতে।

নিঃশব্দের নীল বেদনায় নীরব সময়ে মন

বিরস বদনে গুমরে কেঁদে ওঠে দহনের দিনে।

জীবন বীণায় বেজে ওঠে যখন

মন কেমনের সুর, তখন

কি বিষাদে পুড়ে সারা বুক জুড়ে

কেঁদে ওঠে বিরহী সেতার!

তাই আসুক না বৃষ্টি ভর দুপুরে

ডুবে যাক ধরার কোল

শুদ্ধ ভালোবাসায় ভেসে যাক বেদন,

জীবনে লাগুক শান্তির দোল।

পূর্ববর্তী নিবন্ধগাছ লাগানো আব্বার শখ ছিল
পরবর্তী নিবন্ধদেশ হতে দেশান্তরে