দশ মাস পর শিষ্যদের নিয়ে মাঠে জেমি ডে

ক্রীড়া প্রতিবেদক | সোমবার , ২ নভেম্বর, ২০২০ at ১০:৪৭ পূর্বাহ্ণ

করোনার কারণে কেটে গেছে প্রায় আট মাসের মত। তারও আগে ছিলেন ছুটিতে। সব মিলিয়ে প্রায় দশ মাস পর শিষ্যদের নিয়ে মাঠে নামলেন বাংলাদেশ ফুটবল দলের কোচ জেমি ডে। আগামী ১৩ ও ১৭ নভেম্বর নেপালের বিপক্ষে দুটি আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচকে সামনে রেখে অনুশীলনে নেমে পড়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আর সে লক্ষ্যে গত ২৪ অক্টোবর থেকে শুরু হয়েছে জাতীয় দলের অনুশীলন ক্যাম্প। তবে এতো দিন অনুশীলনে ছিলেন না পুরো কোচিং স্টাফ। অবশেষে জাতীয় দলের অনুশীলনে যোগ দিয়েছেন কোচিং স্টাফরা। গতকাল রোববার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে করোনার দীর্ঘ ১০ মাস বিরতির পর জাতীয় দলের অনুশীলনে যোগ দেন হেড কোচ জেমি ডে। তার সঙ্গে যোগ দেন সহকারী স্টুয়ার্ট ওয়াটকিসি। আর প্রথমবারের মতো জাতীয় দলের অনুশীলনে যোগ দেন নতুন নিয়োগ পাওয়া গোলরক্ষক কোচ লেস ক্লিভলি।
প্রথম দিন অনুশীলনে যোগ দিয়েই শিষ্যদের ফিটনেসদের ওপর জোর দিয়েছেন জেমি ডে। কিছু কিছু ফুটবলাররে ফিটনেসে সন্তুষ্ট হয়েছেন তিনি। আবার কিছু ফুটবলারের ফিটনেসে খুশি হতে পারেননি। তবে হাতে সময় রয়েছে তাই সেটা নিয়ে তেমন চিন্তা করছেন না। তার মতে দলের সার্বিক পরিস্থিতির ভালো রয়েছে। জেমি ডে বলেন, কয়েক দিন ধরে খেলোয়াড়েরা কঠোর পরিশ্রম করেছে। অনুশীলনে খেলোয়াড়দের উন্নতি চোখে পড়েছে। কিছু খেলোয়াড়ের ফিটনেস ভালো অবস্থানে আছে। আবার অনেকের ফিটনেসে ঘাটতি আছে। হাতে আরও কয়েক দিন সময় আছে। পুরো দলকে ভালো একটি অবস্থানে নিয়ে যেতে হবে। প্রথম দিন গোলরক্ষকদের নিয়ে বেশ ব্যস্ত সময় পার করেছেন গোলরক্ষক কোচ ক্লিভলি। আশরাফুল রানা, আনিসুর রহমান, পাপ্পু হোসেন ও শহিদুল ইসলামকে নিয়ে প্রায় দেড় ঘণ্টার বেশি সময় নিয়ে কাজ করেছেন তিনি। এখন লক্ষ্য নেপালের বিপক্ষে দুটি ম্যাচের আগে কতটা ফিট হয়ে উঠেন ফুটবলাররা। কারণ দীর্ঘ সময় পর মাঠে নামতে হচ্ছে ফুটবলারাদের। তাই প্রথম মিশনে সফল হতে চান কোচ জেমি ডে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম বিভাগীয় কারাতে একাডেমির পুরস্কার বিতরণ
পরবর্তী নিবন্ধঅবশেষে সুর নরম ফরাসি প্রেসিডেন্টের