দেশের ফুটবলে মাঠের সংকট নতুন নয়। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কাছে বঙ্গবন্ধু স্টেডিয়াম ছাড়া নির্দিষ্ট কোনও মাঠ নেই। ফলে খেলা চালাতে বারবারই জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসি)-এর দ্বারস্থ হতে হয় ফুটবল ফেডারেশনকে। সেই সমস্যা সমাধানের জন্য বঙ্গবন্ধু স্টেডিয়ামের পাশাপাশি ১০ বছরের জন্য চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামকে বরাদ্দ দিয়েছে এনএসি। যুব ও ক্রীড়া উপদেষ্টা এবং জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া গতকাল শনিবার বিকেলে পল্টনের শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে সানরাইজ–ইউনেঙ আন্তর্জাতিক সিরিজ ব্যাডমিন্টন প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন, ‘বাফুফেকে চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়াম দশ বছরের জন্য দেওয়া হয়েছে। সেখানে সংস্কার কাজ করে ফুটবল শুরু হতে পারে। এই স্টেডিয়ামের (বঙ্গবন্ধু) কাজ ডিসেম্বরের মধ্যেই শেষ হওয়ার কথা আমাকে জানানো হয়েছিল। জানুয়ারি থেকে এখানেও খেলা শুরু করতে পারে।’