দশ দফা বাস্তবায়নের দাবিতে বান্দরবানে বিএনপির গণ মিছিল

বান্দরবান প্রতিনিধি | রবিবার , ২৫ ডিসেম্বর, ২০২২ at ৮:২১ পূর্বাহ্ণ

বান্দরবানে দশ দফা দাবিতে বিএনপিসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গণমিছিল করেছে। গতকাল শনিবার সকালে বান্দরবানে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য সাচিং প্রু জেরীর নেতৃত্বে জেলা বিএনপি একাংশের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করে। বাজারের কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে শহরের সড়ক প্রদক্ষিণ করে। পরে চৌধুরী মার্কেটস্থ বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন প্রধান অতিথি বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য সাচিং প্রু জেরী। বক্তব্য রাখেন অধ্যাপক মো. ওসমান গনি, মুজিবুর রশীদ, জাহাঙ্গীর আলম, দৌলতুল কবীর খান, উম্মে কুলছুম লীনা, ওমর ফারুক রাশেদ প্রমুখ।

সমাবেশে জেরী বিএনপি ঘোষিত ১০ দফা দাবি দ্রুত বাস্তবায়নসহ সারাদেশে বিএনপির নেতাকর্মীদের ধরপাকড় বন্ধ করাসহ অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদাজিয়াকে মুক্তি দিয়ে নিরপেক্ষ নির্বাচন কমিশন ও সরকার গঠনসহ সকল মামলা প্রত্যাহারের জোর দাবি জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিভিন্ন স্থানে শীতবস্ত্র বিতরণ
পরবর্তী নিবন্ধএকাদশে ভর্তি : আস্থার শীর্ষে ডিজিটাল কলেজ সিএসবিএইচ