দশ জন নিয়ে খেলতে হবে টেস্টের বাকি দিন

ইনজুরিতে ছিটকে গেলেন রিশভ পান্ত

স্পোর্টস ডেস্ক | শুক্রবার , ২৫ জুলাই, ২০২৫ at ৫:২২ পূর্বাহ্ণ

এ ডেন মরার উপর খড়ার ঘা। এমনিতেই ইনজুরির কারনে একাধিক ক্রিকেটার খেলতে পারছেননা ম্যানচেস্টার টেস্টে। তার উপর এবার রিশভ পান্তকে হারাল ভারত। গত বুধবার টেস্টের প্রথম দিনে আঘাত পেয়ে মাঠের বাইরে চলে যান পান্ত। ব্যথায় যখন কাতরাচ্ছিলেন রিশাভ পান্ত তখনই মনে হচ্ছিল গুরুতর কিছু। স্ক্যানের পর জানা গেল তার পায়ের পাতার হাড়ে চিড় ধরা পড়েছে। তাতে চলতি ওল্ড ট্র্যাফোর্ড টেস্ট তো বটেই, পরের ম্যাচেও ভারতীয় কিপারব্যাটসম্যানের খেলা নিয়ে জেগেছে শঙ্কা। ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর গতকাল বৃহস্পতিবারের প্রতিবেদনে বলা হয়েছে, ৬ থেকে ৮ সপ্তাহ বিশ্রামের প্রয়োজন পান্তের। ইংল্যান্ডের বিপক্ষে ম্যানচেস্টার টেস্টের প্রথম দিন বুধবার এই আঘাত পান পান্ত। পেসার ক্রিস ওকসকে রিভার্স সুইপ করার চেষ্টায় ব্যর্থ হন তিনি। ইয়র্কার ডেলিভারিটি আঘাত হানে তার বুটে। সঙ্গে সঙ্গে ব্যথায় কুঁকড়ে ওঠেন পান্ত। এমনকি ঠিকমতো দাঁড়াতেও পারছিলেন না তিনি। টিভিতে দেখা যায়, তার ডান পায়ের পাতার একটা জায়গায় ফুলে গেছে। সেখান থেকে রক্ত ঝরতেও দেখা যায়। পরে গলফ কার্টে করে মাঠের বাইরে নেওয়া হয় তাকে। তখন ৪৮ বলে ৩৭ রানে খেলছিলেন বাঁহাতি ব্যাটসম্যান।

প্রথমে মাঠেই মেডিকেল বিভাগে তার প্রাথমিক চিকিৎসা করা হয়। এরপর নিয়ে যাওয়া হয় হাসপাতালে। দিনের খেলা শেষে ৮ বছর পর টেস্ট খেলতে নামা ইংলিশ স্পিনার লিয়াম ডসন বলেন আমি পান্তের এই ম্যাচে আর খেলার সম্ভাবনা দেখছি না। পান্ত যখন চোট পান, তখন তার সঙ্গে ক্রিজে থাকা সাই সুদার্শান বলেন নিশ্চিতভাবেই সে খুব ব্যথা পেয়েছে। ভারতের সহঅধিনায়ক পান্ত চলতি অ্যান্ডারসনটেন্ডুলকার ট্রফির মাঝে এই নিয়ে দুই দফায় চোট পেলেন। আগেরবার লর্ডসে কিপিং করার সময় তার তর্জনীতে বলের আঘাত লাগে। পরে ওই ম্যাচে আর কিপিং করেননি তিনি। তার জায়গায় সেই দায়িত্ব পালন করেন ধ্রুভ জুরেল। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসি নিশ্চিত করেছে, এই ম্যাচেও কিপিং করতে পারবেন না পান্ত। গত টেস্টের মতো তার জায়গায় জুরেলকে দেওয়া হয়েছে এই দায়িত্ব। তবে দলের প্রয়োজনে ব্যাটিং করবেন পান্ত। দ্বিতীয় দিনে সতীর্থদের সঙ্গেই আছেন তিনি। চলতি ইংল্যান্ড সফরের চোট সমস্যায় পড়ছেন একের পর এক ভারতীয় ক্রিকেটার। হাঁটুর চোটে তো সিরিজের বাকি অংশ থেকে ছিটকেই গেছেন পেস বোলিং অলরাউন্ডার নিতিশ কুমার রেড্ডি। আঙুলের চোটে আর্শদিপ সিং ও কুঁচকির সমস্যায় আকাশ দিপ চলতি ওল্ড ট্র্যাফোর্ড টেস্টে খেলতে পারছেন না।

পূর্ববর্তী নিবন্ধপাকিস্তান-ইংল্যান্ড তিন ম্যাচের টেস্ট সিরিজ আগামী বছর
পরবর্তী নিবন্ধভারতের সঙ্গে কথা বলেই এশিয়া কাপের ভেন্যু ও সূচি ঘোষণা শীঘ্রই