বিপিএলের দশম আসরের জমজমাট প্লেয়ার্স ড্রাফট সম্পন্ন হয়েছে গতকাল। ঢাকার একটি হোটেলে অনুষ্ঠিত এই প্লেয়ার্স ড্রাফটের মধ্য দিয়ে আগামী মৌসুমে বিপিএলের জন্য দল তৈরি করে নিয়েছে বিপিএল ফ্রাঞ্চাইজিগুলো। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো মুশফিকুর রহিম। বাংলাদেশ দলের এই উইকেটরক্ষক ব্যাটারকে ৮০ লাখ টাকায় দলভূক্ত করে নিয়েছে ফরচুন বরিশাল। ৪৪৩ জন বিদেশি আর ২০৩ স্থানীয় ক্রিকেটারকে ৬ ক্যাটাগরিতে তোলা হয়েছে প্লেয়ার্স ড্রাফটে। এর মধ্যে ‘এ’ ক্যাটাগরির পারিশ্রমিক ৮০ লাখ টাকা। স্থানীয় ক্রিকেটারদের মধ্যে একমাত্র মুশফিকুর রহিমই ছিলেন এই ক্যাটাগরিতে। এছাড়া ৪ জন ছিলেন ‘বি’ ক্যাটাগরিতে । যাদের পারিশ্রমিক ৫০ লাখ টাকা। ১৮ জনকে রাখা হয়েছিলো ‘সি’ ক্যাটাগরিতে । যাদের পারিশ্রমিক ৩০ লাখ টাকা। ৩১ ক্রিকেটার ছিলেন ‘ডি’ ক্যাটাগরিতে । তাদের পারিশ্রমিক ২০ লাখ টাকা । ৭৫ জনকে রাখা হয় ‘ই’ ক্যাটাগরিতে। এদের পারিশ্রমিক ১৫ লাখ টাকা। ‘এফ’ ক্যাটগারিতে থাকা ২৯জনের পারিশ্রমিক ছিল ১০ লাখ টাকা। আর ‘জি’ ক্যাটাগরিতে থাকা ৪৫ জনের পারিশ্রমিক ধরা হয় ৫ লাখ টাকা। দেশের তারকাদের মধ্যে রংপুর রাইডার্সের হয়ে খেলবেন রনি তালুকদার, শামিম হোসেন, রিপন মন্ডল, হাসান মুরাদ, আবু হায়দার রনি, ফজলে রাব্বি, আশিকুজ্জামান। ফরচুন বরিশালের হয়ে খেলবেন মুশফিকুর রহিম, রাকিবুল হাসান, সাইফউদ্দিন, সৌম্য সরকার, কামরুল ইসলাম রাব্বি, প্রিতম কুমার, তাইজুল, এনামুল হক, নওরোজ নাবিল। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলবেন মৃত্যুঞ্জয় চৌধুরী, জাকের আলী অনিক, মাহিদুল ইসলাম অংকন, রিশাদ হোসেন, ইমরুল কায়েস, এনামুল হক। সিলেট স্ট্রাইকার্সের হয়ে খেলবেন মোহাম্মদ মিঠুন, রেজাউর রহমান রাজা, আরিফুল হক, ইয়াসির আলী রাব্বি, নাজমুল অপু, শফিকুল ইসলাম, নাইম হাসান, জাওয়াদ রোয়েন। খুলনা টাইগার্সের হয়ে খেলবেন আফিফ হোসেন, রুবেল হোসেন, পারভেজ হোসেন ইমন, হাবিবুর রহমান সোহান, মুকিদুল ইসলাম মুগ্ধ, আকবর আলী, সুমন খান। দুর্দান্ত ঢাকা দলের হয়ে খেলবেন সাইফ হাসান, ইরফান শুক্কুর, আলাউদ্দিন বাবু, মেহরাব হাসান, নাইম শেখ, সাব্বির হোসেন, জসিমউদ্দীন। আর চট্টগ্রাম চ্যালেঞ্জার্সর হয়ে খেলবেন তানজিদ হাসান তামিম, আল আমিন হোসেন, সৈকত আলি, ইমরানুজ্জামান, সাহাদাত হোসেন দিপু, সালাউদ্দীন শাকিল।
গতকাল এই ড্রাফট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিবির পরিচালক মাহবুব আনাম, আকরাম খান, বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক, নাইমুর রহমান দুর্জয়, তানভীর হোসেন টিটু, বিসিবি সিইউও নিজাম উদ্দিন চৌধুরী সুজন সহ ফ্রাঞ্চাইজি সমূহের কর্মকর্তাবৃন্দ।