দশজনকে জেল গেটে জিজ্ঞাসাবাদের আদেশ

আন্দরকিল্লায় পূজামণ্ডপে হামলা চেষ্টা

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১৯ অক্টোবর, ২০২১ at ৭:১০ পূর্বাহ্ণ

নগরীর আন্দরকিল্লা এলাকায় ব্যানার-পোস্টার ছেঁড়া ও একটি পূজামণ্ডপে হামলা চেষ্টার ঘটনায় গ্রেপ্তার ১০ জনকে জেল গেটে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছেন আদালত। এরা হলেন, ইমরান মাজেদ রাহুল, মো. হানিফ, আব্দুর রহিম, এসএম ইউসুফ, আমিরুল ইসলাম, মো. সালাউদ্দীন, আতিকুল ইসলাম, মো. শহীদ, মো. শাহাজাহান ও আব্দুল মালেক প্রকাশ মানিক। গতকাল সোমবার মহানগর হাকিম মেহনাজ রহমানের আদালত এ নির্দেশ দেন।
আদালতের প্রসিকিউশন শাখার সূত্র আজাদীকে বিষয়টি নিশ্চিত করে জানান, কোতোয়ালি থানা পুলিশ এ দশজনকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতের কাছে ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানি শেষে বিচারক রিমান্ড আবেদনটি নাকচ করে দিয়ে জেল গেটে জিজ্ঞাসাবাদের আদেশ দেন। গত শুক্রবার আন্দরকিল্লায় ব্যানার-পোস্টার ছেড়া ও একটি পূজামণ্ডপে হামলা চেষ্টার ঘটনাটি ঘটে। এ ঘটনায় থানা পুলিশ বাদী হয়ে একটি মামলা করেন। এরই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত সন্দেহে ৮৩ জনকে গ্রেপ্তার করে পুলিশ।

পূর্ববর্তী নিবন্ধনগর আ. লীগের ইউনিট সম্মেলন শুরু ১৬ নভেম্বর
পরবর্তী নিবন্ধশান্তিবাগের আধা কিমিতে অশান্তি