দল বিলুপ্তির ঘোষণা ভিত্তিহীন : ইউপিডিএফ (গণতান্ত্রিক)

খাগড়াছড়ি প্রতিনিধি | শনিবার , ১৭ জানুয়ারি, ২০২৬ at ১:৪০ অপরাহ্ণ

পার্বত্য চট্টগ্রাম ভিত্তিক আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ–গণতান্ত্রিক) অভ্যন্তরীণ বিরোধ তৈরি হয়েছে। আজ শনিবার সকালে মধুপুর বাজারে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে গণমাধ্যমকর্মীদের এ নিয়ে বিস্তারিত জানান সাধারণ সম্পাদক অমল কান্তি চাকমা।

লিখিত বক্তব্যে তিনি বলেন, অতিসম্প্রতি ঘটে যাওয়া একটি ঘটনার কথা আপনারা হয়তো জেনেছেন যা সোশাল মিডিয়ায় প্রচারিত হয়েছে। দলের সভাপতি শ্যামল কান্তি চাকমা (তরু) এবং সাবেক সাধারণ সম্পাদক মিটন চাকমা দুর্নীতি, অর্থ আত্মসাৎ, দলীয় কর্মীদের সাথে বৈষম্যমূলক আচরণ সর্বোপরি অর্থ উপার্জনের জন্য ইয়াবা উৎপাদন করে বাজারজাতকরণসহ আরও নানা ধরনের সংগঠনের গঠনতন্ত্র বহির্ভূত কাজে লিপ্ত হয়ে দলীয় পদবি হারানোর ভয়ে তার অনুগত ২০ থেকে ২৫ জন সদস্য নিয়ে খাগড়াছড়ি ছেড়ে চলে যান।

বিশ্বস্ত সূত্রে জানতে পারলাম তিনি তার অনুগত সদস্যদের নিয়ে সন্তু লারমা সমর্থিত জনসংহতি সমিতির কাছে আশ্রয় গ্রহন করেন। তার নামে একটি ফেসবুক আইডি থেকে দলের সাধারণ সম্পাদক অমল কান্তি চাকমার নাম ব্যবহার করে সোস্যাল মিডিয়ায় একটি বিবৃতি প্রদান করা হয় যা বানোয়াট ও বিভ্রান্তিমূলক।

সেখানে ইউপিডিএফ (গণতান্ত্রিক) দল বিলুপ্ত করার মত একটি গঠনতন্ত্র বহির্ভূত ঘোষণাও দেয়া হয়। কেন্দ্রীয় কমিটি থেকে শ্যামল কান্তি চাকমা ও মিটন চাকমা ব্যতিত বাকি সকল সদস্য বর্তমানে খাগড়াছড়ি জেলায় অবস্থান করছেন। তাছাড়া কেন্দ্রীয় কমিটির অধিকাংশ সদস্যের সম্মতি ছাড়া এরকম ঘোষণা একেবারেই অবান্তর।

আমরা এ ঘোষণার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ইউপিডিএফ (গণতান্ত্রিক) দল বিলুপ্ত হয়নি এবং দলের কার্যক্রম পূর্বের মতই চলবে। এক্ষেত্রে আমরা আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি।”

এই বিষয়ে জানতে সংগঠন ছেড়ে দেওয়া দলের সভাপতি শ্যামল কান্তি চাকমা (তরু)কে গত কয়েকদিনে একাধিক ফোন দেওয়া হয়। তার ব্যবহৃত নাম্বার বন্ধ পাওয়া যায়।

সংবাদ সম্মেলনে জানানো হয় ইউপিডিএফ (গণতান্ত্রিক) এর সহ-সভাপতি সমীরণ চাকমা (চারমিং) ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন।

এসময় সাধারণ সম্পাদক অমল কান্তি চাকমা ছাড়াও সাংগঠনিক সম্পাদক অমর জ্যোতি চাকমা, কেন্দ্রীয় তথ্য ও প্রচার সম্পাদক দীপন চাকমা, কেন্দ্রীয় সদস্য সবিনয় চাকমা উপস্থিত ছিলেন।

২০১৭ সালের ১৫ নভেম্বর পার্বত্য চট্টগ্রামের শান্তি চুক্তি বাস্তবায়নের লক্ষ্যে ও চুক্তি বিরোধী অগণতান্ত্রিক ইউপিডিএফ হতে বের হয়ে আমরা তপনজ্যোতি চাকমা ও শ্যামল চাকমার নেতৃত্বে ইউপিডিএফ (গণতান্ত্রিক) দল গঠিত হয়। ২০১৮ সালের ৩ মে তপন জ্যোতি চাকমাসহ ৫ জন নিহত হয় এবং আটজন গুলিবিদ্ধ হয়। এরপর থেকে শ্যামল কান্তি চাকমা সভাপতির দায়িত্ব পালন করে আসছেন।

পূর্ববর্তী নিবন্ধচন্দনাইশে এনসিপি নেতাদের ওপর হামলার অভিযোগ, বিএনপি প্রার্থীর অস্বীকার
পরবর্তী নিবন্ধকক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেসে পাথর নিক্ষেপ, আহত ৯ বছরের শিশু