দল বদলের শেষ দিনে মোহামেডান ব্লুজের চমক

ক্রীড়া প্রতিবেদক | বৃহস্পতিবার , ১১ জুলাই, ২০২৪ at ৯:১৪ পূর্বাহ্ণ

প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগের খেলোয়াড়দের দল বদলের শেষ দিনে ছিল গতকাল। আর শেষ দিনে চমক দেখাল ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব ব্লুজ। সাদাকালো শিবির গতকাল বেশ ঘটা করেই দল বদল পর্বটা সারল। গতকাল তারা বিভিন্ন দল থেকে ৯ জন ফুটবলারকে দলভুক্ত করেছে। মোহামেডান ব্লুজে যোগ দেওয়া ফুটবলাররা হলেন কিষোয়ানের আবিদ হাসান, ব্রাদার্স ইউনিয়নের মিনহাজ উদ্দিন, কাস্টমস এস সির মুশফিকুর রহমান, মাদারবাড়ি উদয়ন সংঘের ফাহিম উদ্দিন, পটিয়া উপজেলা ক্রীড়া সংস্থার জালাল উদ্দিন, মুক্তিযোদ্ধার শাহজাহান আহমেদ, রেলওয়ে রেঞ্জার্সের করিম উদ্দিন, কে এম স্পোর্টিং ক্লাবের ফখরুল ইসলাম, সিটি কর্পোরেশন একাদশের প্রকাশ দাশ এবং জমির উদ্দিন। চট্টগ্রাম মোহামেডানের সাধারন সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম ছাড়াই এই দল বদল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লবের কর্মকর্তা আজাদ উল্লাহ নিজাম, জিয়াউদ্দিন সোহেল, চৌধুরী জহির উদ্দিন মোহাম্মদ বাবর, আবু সৈয়দ মাহমুদ, মাসুদুর রহমান, ইয়াসির আরাফাত পাবলু, আইনুল কবির জিতু, আবু মোরশেদ আবু সিদ্দিক, আবু বকর সিদ্দিক, জসিম মিয়া, রবিউল হোসেন, কোচ নাসির উদ্দিন, আসাদউল্লাহ, আবু কায়সার প্রমুখ। উপস্থিত ছিলেন।

এছাড়া জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি এস এম শহীদুল ইসলাম, সহ সভাপতি নজরুল ইসলাম লেদু, মোহাম্মদ শাহজাহান, কোষাধ্যক্ষ দিদারুল আলম, নির্বাহি সদস্য কাজি জসিম উদ্দিন, দল বদল পরিচালনা কমিটির সদস্য রায়হান উদ্দিন রুবেল, আলি আকবর সহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গতকাল দল বদলের শেষ দিনে ঘর গুছিয়েছে গত দুই আসরের চ্যাম্পিয়ন মাদারবাড়ি উদয়ন সংঘও। তারা দলে ভিড়িয়েছে মোহামেডান ব্লুজের সজল আহমেদ, মুক্তিযোদ্ধার শাওন, কোয়ালিটির নিকশন চাকমা, বন্দর ক্রীড়া সমিতির মোহাম্মদ জুয়েল এবং কে এম স্পোর্টিং ক্লাবের আবদুল মোতালিব। এছাড়া গতকাল মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র দলে নিয়েছে কিষোয়ানের রোমান এবং নাইম উদ্দিনকে। শতদল ক্লাব দলে ভিড়িয়েছে মোহামেডান ব্লুজের মোহাম্মদ হেলাল, বন্দর ক্রীড়া সংস্থার আমিনুল ইসলাম এবং দিদারুল ইসলাম পাবেলকে। ব্রাদার্স ইউনিয়ন ক্লাব দলে নিয়েছে কোয়ালিটির রাসেল মিয়া, সিটি কর্পোরেশন একাদশের রাশেদ আহমেদ এবং মোাহমেডান ব্লুজের শহীদুল ইসলামকে। ফিরিঙ্গি বাজার লাকি স্টার ক্লাবে যোগ দিয়েছে ব্রাদার্স ইউনিয়নের আরাফাত মিয়া এবং শতদল ক্লাবের মুলতাজিম আলম হিমেল। এছাড়া শেষ দিনে সিটি কর্পোরেশন একাদশে যোগ দিয়েছেন বন্দর ক্রীড়া সমিতির আল আমিন। দল বদলের পর্ব শেষ। দল গুলো নিজেদের মত করে ঘর সাজিয়ে নিয়েছে। এখন মাঠে নামার অপেক্ষা। এবার সে লড়াইয়ের জন্য প্রস্তুতি গ্রহণ করবে দলগুলো।

পূর্ববর্তী নিবন্ধআগে চুকবলটাকে পরিচিত করাতে হবে সোহেল-সালাউদ্দিনকে
পরবর্তী নিবন্ধকোপায় আর্জেন্টিনার ৩০ তম ফাইনাল