দল নিষিদ্ধ করার সুযোগ নেই : অ্যাটর্নি জেনারেল

| বুধবার , ২৮ আগস্ট, ২০২৪ at ৯:০৮ পূর্বাহ্ণ

কোটা সংস্কার আন্দোলনে ছাত্রজনতাকে ‘নির্বিচারে হত্যার’ অভিযোগে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ও দল নিষিদ্ধ চেয়ে করা রিট জরিমানাসহ খারিজ চেয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

গতকাল মঙ্গলবার বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি মুহাম্মদ মাহবুবউল ইসলামের হাই কোর্ট বেঞ্চে এ রিটের শুনানিতে তিনি বলেন, দল নিষিদ্ধের সুযোগ নেই, সেই ইচ্ছাও নেই সরকারের। প্রাথমিক শুনানি নিয়ে রিটকারীর আবেদনের পরিপ্রেক্ষিতে আগামী ১ সেপ্টেম্বর শুনানির পরবর্তী দিন ধার্য করা হয়েছে। খবর বিডিনিউজের।

বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ ও দলটির নিবন্ধন বাতিল চেয়ে গত ১৯ অগাস্ট এ রিট করেন ‘সারডা সোসাইটি’ নামের একটি মানবাধিকার সংগঠনের নির্বাহী পরিচালক আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া। এর আগে গত রোববার আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া নিজে আবেদনের শুনানি করেন। তখন জ্যেষ্ঠ বিচারক তাকে একজন আইনজীবী নিয়োগ করার পরামর্শ দেন, যাতে ভালোভাবে শুনানি করা যায়। এরপর মঙ্গলবার (গতকাল) শুনানির দিন রাখেন।

পূর্ববর্তী নিবন্ধনির্বাহী আদেশে নয়, গণশুনানিতেই নির্ধারণ গ্যাস-বিদ্যুতের দাম
পরবর্তী নিবন্ধরাউজানে ১ লাখ ৩০ হাজার বর্গফুট অবৈধ বালু নিলামে বিক্রি