চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে বিদ্রোহী প্রার্থী হয়ে দল থেকে বহিষ্কার হয়েছেন বিএনপি নেতা লিয়াকত আলী চেয়ারম্যান।
আজ বুধবার (২১ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীর স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে তাঁকে বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়।
বহিষ্কার হওয়া নিয়ে প্রতিক্রিয়ায় লিয়াকত আলী সাংবাদিকদের বলেন, আমি গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার চেষ্টা করেছি। দল যাকে মনোনয়ন দিয়েছে সেটাকে মেনে নিতে পারিনি।
দলের কাজ দল করেছে, আমার কাজ আমাকে করতে হবে। তিনি বলেন, এই বহিষ্কারাদেশ শেষ কথা নয়। অনেকেই বহিষ্কার হয়েও পরে প্রমোশন পেয়েছেন।
জানা যায়, চট্টগ্রাম ১৬ (বাঁশখালী) আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা।
আর দলের মনোনয়ন না পেয়ে বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও গন্ডামারা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান লিয়াকত আলী। প্রাথমিকভাবে তাঁর মনোনয়নপত্র বাতিল করেন জেলা রিটার্নিং কর্মকর্তা। পরে কমিশনে আপিল করে মনোনয়নপত্রের বৈধতা ফিরে লিয়াকত আলী।












