মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেছেন, ইদানিংকালে ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনসহ যে সকল লোমহর্ষক ঘটনা ঘটছে তার সূচনা হয়েছিল বিএনপির শাসনামলে। এ সমস্ত ঘটনাকে ইস্যু করে তারা এখন আবার মাঠ গরম করার চেষ্টা করছে। আমরাও চাই এসব ঘটনাবলির পুনরাবৃত্তি না ঘটুক এবং অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হোক।
তিনি গতকাল বিকেলে ৩নং পাঁচলাইশ ওয়ার্ডের কার্যকরী কমিটির পৃথক সভায় উপরোক্ত বক্তব্য রাখেন। মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, কিছু বিপথগামী তরুণ যারা ছাত্রলীগ, যুবলীগে ঢুকে পড়েছে তারা নষ্ট খবরের শিরোনাম হয়ে সরকারের ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করছে। দলের ভিতর থেকে এদেরকে যারা আশ্রয় প্রশ্রয় দিয়েছে এবং দুষ্কর্মে সহযোগিতা করেছে তাদেরকেও আইনের আওতায় এনে চিরতরে দল থেকে বহিষ্কার করতে হবে। এটা করতে পারলে আওয়ামী লীগ ও বর্তমান সরকারের প্রতি সাধারণ মানুষের আস্থা ও বিশ্বাসে তিলমাত্র পাঠল ধরবে না।
মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও আসন্ন চসিক নির্বাচনে মেয়র পদে নৌকা প্রতীকের প্রার্থী এম. রেজাউল করিম চৌধুরী বলেছেন, বিএনপি জামাত এদেশে অরাজকতা, নাশকতা এবং ধ্বংসাত্মক রাজনীতির ইন্ধনদাতা। তারা হাজার হাজার মায়ের কোল খালি করেছেন। ধর্মান্ধতাবাদ ও জঙ্গীবাদের উত্থান ঘটিয়ে এদেশকে একটি সাম্প্রদায়িক ও অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের সেই স্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত করে রাজনীতির মাঠ থেকে বিতাড়িত করেছেন।
৩ নম্বর পাঁচলাইশ ওয়ার্ড আওয়ামী লীগের আওতাধীন ইউনিট সভাপতি আবুল কালাম আবু, বি ইউনিটের ভারপ্রাপ্ত সভাপতি ওমর আলী, সি ইউনিটের সভাপতি হাজী মো. রফিক উদ্দিন কালুর সভাপতিত্বে অনুষ্ঠিত কার্যকরী কমিটির সভায় বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সফর আলী, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, বন পরিবেশ বিষয়ক সম্পাদক মশিউর রহমান চৌধুরী, ত্রাণ সমাজ কল্যাণ সম্পাদক হাজী মোহাম্মদ হোসেন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।