দলের মধ্যে ঐক্য রাখাটাই সবচেয়ে বেশি প্রয়োজন

ইউনিট সম্মেলনে শফিক আদনান

| সোমবার , ৩ জানুয়ারি, ২০২২ at ১১:১৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিক আদনান বলেছেন, দলের মধ্যে ঐক্য রাখাটাই সবচেয়ে বেশি প্রয়োজন। আমাদের মধ্যে কোনো ভুল-বিভ্রান্তি হলে তা সুযোগ নেবে প্রতিপক্ষ অপরাজনৈতিক শক্তি, এক্ষেত্রে আমরা ঐক্যবদ্ধ থাকতে হবে। গতকাল রোববার ফিরিঙ্গী বাজারে ব্রিজ ঘাট চত্বরে অনুষ্ঠিত চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের আওতাধীন ইউনিট সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, বিএনপি তাদের জ্বালাও-পোড়াও অপরাজনীতি দিয়ে এদেশকে অস্থিতিশীল করতে চায়। তবে আমরা সচেতন জনতা তাদের কখনো মাঠে নামতে দিব না। সম্প্রীতি সাম্য ও গণতন্ত্র রক্ষায় তৃণমূল স্তরের নেতৃত্বকেই দায়িত্ব পালন করতে হবে। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ৩৩ নং ফিরিঙ্গী বাজার ওয়ার্ডের গ ইউনিটের সম্মেলন অনুষ্ঠিত হয়। ওয়ার্ডের গ ইউনিট আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মাসুদ করিমের সঞ্চালনায় উদ্বোধকের বক্তব্য রাখেন স্বপন কুমার মজুমদার। প্রধান বক্তার বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল হাই। আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা রায়হান ইউসুফ, মো. ফারুক আহমদ, হাফিজ উদ্দিন আনসারী, রেজা উল্লাহ খোকন, হাসান মুরাদ বিপ্লব। ২য় অধিবেশনে সম্মেলনে কণ্ঠভোটে মোহাম্মদ হোসেন সভাপতি ও মাসুদ করিম সাধারণ সম্পাদক নির্বাচিত হন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্লাস্টিকের বিনিময়ে বীজ কার্যক্রমের উদ্বোধন
পরবর্তী নিবন্ধবান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য কারিতাসের পুনর্বাসন প্রকল্প