দলের প্রাথমিক সদস্যপদ ফিরে পেলেন তিন নেতা

দক্ষিণ জেলা বিএনপি

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২৬ ডিসেম্বর, ২০২৪ at ৭:১২ পূর্বাহ্ণ

রাতের আঁধারে এস আলম গ্রুপের গাড়ি সরিয়ে নেয়ার ঘটনায় পদ হারানো চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির তিন নেতা দলের প্রাথমিক সদস্য পদ ফিরে পেয়েছেন। তারা হচ্ছেনদক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান, সাবেক যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনাম ও সাবেক সদস্য এস এম মামুন মিয়া। আবেদনের প্রেক্ষিতে তাদের পদ ফিরিয়ে দেয়া হয়। যা গতকাল বুধবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী পৃথক পত্র দিয়ে তাদের অবহিত করেন।

এর আগে গত ৩০ আগস্ট একটি ওয়্যারহাউসের ভেতর থেকে বেশ কয়েকটি বিলাসবহুল গাড়ি সরিয়ে নেয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। গুঞ্জন ছিল সরিয়ে নেয়া গাড়িগুলো এস আলম গ্রুপের। অভিযোগ ওঠে দক্ষিণ জেলা বিএনপির শীর্ষ নেতাদের তত্ত্বাবধানে গাড়িগুলো সরিয়ে নেয়া হয়। এরপর এ ঘটনায় ৩১ আগস্ট আবু সুফিয়ান, এনামুল হক এনাম ও এস এম মামুন মিয়াকে কারণ দর্শানো নোটিশ দেয় কেন্দ্র। পরদিন ১ সেপ্টেম্বর অভিযুক্ত এ তিন নেতার প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ স্থগিত করা হয়। একইসঙ্গে বিলুপ্ত করা হয় দক্ষিণ জেলা বিএনপির সাংগঠনিক কমিটি। এর প্রায় তিন মাস পর গতকাল তাদের প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেয়া হয়।

এ বিষয়ে এডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত পৃথক পত্রে বলা হয়, ইতোপূর্বে দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে দলীয় গঠনতন্ত্রের ৫ () ধারা মোতাবেক বাংলাদেশ জাতীয়তাবাদী দলবিএনপির প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ স্থগিত করা হয়েছিল। আবেদনের প্রেক্ষিতে নির্দেশক্রমে স্থগিতাদেশ প্রত্যাহারসহ প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেয়া হলো। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে। এখন থেকে দলীয় শৃঙ্খলা মেনে দলকে শক্তিশালী ও গতিশীল করতে কার্যকর ভূমিকা রাখবেন বলে দল আশা রাখে। ভবিষ্যতে দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকান্ডের যাতে পুনরাবৃত্তি না হয়, সে জন্য সতর্ক থাকার জন্যও ওই তিন নেতাকে পত্রে অনুরোধ করা হয়।

পদ ফিরিয়ে দেয়ার বিষয়টি আজাদীকে নিশ্চিত করেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম ও পদ ফিরে পাওয়া আবু সুফিয়ান।

পূর্ববর্তী নিবন্ধআন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র হবে পতেঙ্গা সমুদ্র সৈকত : মেয়র
পরবর্তী নিবন্ধখাতুনগঞ্জে এসেছে চার দেশের চিনি, কমছে দাম