দলের নাম ভাঙিয়ে কেউ অপকর্ম করলে দায় নেব না : ভূমিমন্ত্রী

আনোয়ারা প্রতিনিধি | শনিবার , ৩ জুন, ২০২৩ at ৫:২৪ পূর্বাহ্ণ

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি বলেছেন, জনপ্রতিনিধিদের সব সময় জবাবদিহিতার মধ্যে থাকতে হবে, স্বার্থের জন্য প্রতিদিন যারা মারামারিতে লিপ্ত এদের কোন কর্মকাণ্ডের দায় আমি নেব না।

গতকাল শুক্রবার দুপুরে উপজেলার জুঁইদন্ডি ইউনিয়নের ৪নং ওয়ার্ডে অবস্থিত শত বছরের পুরনো জিন্নাত আলী মাতব্বর জামে মসজিদ জুমার নামাজ আদায় করেন মন্ত্রী। জুমার নামাজ আদায়ের পূর্বে তিনি স্থানীয়দের উদ্দেশ্যে আরও বলেন, আমি লক্ষ্য করেছি করোনাকালীন সময়ে অনেকে মৃত্যুর ভয়ে ভাল মানুষ সেজে গিয়েছিল কিন্তু করোনা চলে যাওয়ার পর তারা আবার তাদের পুরনো অপকর্মে ফিরে এসেছে। তিনি আরও বলেন, জনপ্রতিনিধি কিংবা দলের নাম ভাঙ্গিয়ে কেউ অপকর্ম করলে তার দায় কখনো আমি নেব না, আপনারা এদের সামাজিক ভাবে প্রতিহত করুন।

এ সময় উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউেনও) মো. ইসতিয়াক ইমন, ভূমিমন্ত্রীর একান্ত সহকারী সচিব রিদোয়ানুল করিম চৌধুরী সায়েম, আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম..মান্নান চৌধুরী, সাহাব উদ্দীন, সগীর আজাদ, আবদুল মালেক, জসিম উদ্দীন আমজাদী, মাহফুজুর রহমান, রাশেদুল ইসলাম চৌধুরী রাসেল, আবদুল জলিল আজাদ, মো. জসীম উদ্দীন, মো. সৈয়দ, শওকত ওসমান, আলী আকবর, আবু তাহের প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধস্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা, হোটেল ম্যানেজার আটক
পরবর্তী নিবন্ধখয়েরি ডানার পাপিয়া