দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজি করলে পুলিশে ধরিয়ে দিন

আনোয়ারায় বিএনপির জনসভায় সরওয়ার নিজাম

আনোয়ারা প্রতিনিধি  | শনিবার , ৫ জুলাই, ২০২৫ at ৬:২৭ পূর্বাহ্ণ

বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও আনোয়ারাকর্ণফুলী আসনের সাবেক সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম বলেছেন, ছাত্র জনতার আন্দোলনে ফ্যাসিবাদী হাসিনা সরকারের পতনের পর বিএনপির নাম ভাঙিয়ে বিগত সরকারের সহযোগিরা রাতারাতি নিজেদের ত্যাগী নেতা পরিচয় দিয়ে আনোয়ারা কর্ণফুলীর সরকারী বেসরকারি বিভিন্ন দপ্তরে তদবির আর চাঁদাবাজিতে অভিযুক্তদের পুলিশে ধরিয়ে দিন। গতকাল শুক্রবার বিকেলে পরৈকোড়া ইউনিয়ন পরিষদ মাঠে পরৈকোড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে জনমত গঠন ও বিএনপির নতুন সদস্য সংগ্রহ এবং নবায়নের কর্মসূচি উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরৈকোড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু জাফরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোশাররফ হোসেন, বিশেষ বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ভিপি মোজাম্মেল হক। বিশেষ অতিথির সাথে বক্তব্য রাখেন, আনোয়ারা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক এম মনজুর উদ্দিন চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক এডভোকেট ফৌজুল আমিন, দক্ষিণ জেলা যুবদলের সভাপতি শাহাজাহান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও সাবেক চেয়ারম্যান মো. হুমায়ুন কবির চৌধুরী আনচার, বিএনপি নেতাদের মাঝে জাহেদ চৌধুরী, সাহ্‌ওয়াজ জামাল নিজাম (সনি), আখতারুন্নবী চৌধুরী, সাইফুল ইসলাম, ফরিদ, জমির সওদাগর, জলিল, খোকন, নাজিমুদ্দিন চৌধুরী, কাজী মোস্তফা, সরওয়ার, ইউনুস চৌধুরী, জসিম উদ্দিন, মো. মাঈনুদ্দিন, মাসুদুর রহমান, নুর আলী, রফিকুল ইসলাম চৌধুরী খোকা, আবচার, জামাল, ইমরান চৌধুরী, সাত্তার মেম্বার, শওকত আলী, শাহাজান শিপু, নাছির, শাহেদ, মোঃ ফারুক, আলমগীর বাহাদুর, আবদুল কাদের, আহমদ নুর, রাসেদ, ইসহাক, মোহাম্মদ লোকমান উদ্দিন, আশরাফ, রাসেদ, সিরাজ, জয়নাল, আবদুল হাকিম, মোফিজ, দেলোয়ার, নুরুল আজিম, অহিদুল ইসলাম চৌধুরী, ইকবাল হোসেন জুয়েল, মোহাম্মদ হাশেম, জিয়া, আরমান, ইমরানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

পূর্ববর্তী নিবন্ধপিআর পদ্ধতিতে নির্বাচন পার্লামেন্টের গুণগত পরিবর্তনের জন্য অপরিহার্য
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়া উপজেলা আ.লীগের সহ-সভাপতি আইয়ুব গ্রেফতার