দলের নাম ‘জনশক্তি’ নিয়ে আলোচনা হয়নি : জাতীয় নাগরিক কমিটি

| রবিবার , ২২ ডিসেম্বর, ২০২৪ at ১০:১৪ পূর্বাহ্ণ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে এবং জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে রাজনৈতিক দলের কোনো নাম কিংবা সিদ্ধান্ত নিয়ে আলোচনা হয়নি বলে দাবি করেছে জাতীয় নাগরিক কমিটি।

গতকাল শনিবার সন্ধ্যায় কমিটির মুখপাত্র সামান্তা শারমিন এই দাবি করে বলেছেন, একটি প্রেস রিলিজে আমরা বিষয়টি সংবাদমাধ্যমগুলোকে জানিয়েছি। খবর বিডিনিউজের।

বিভিন্ন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘জনশক্তি’ নামে রাজনৈতিক দল গঠন করার বিষয়ে খবর প্রকাশের বিষয়টি তুলে ধরে জাতীয় নাগরিক কমিটি প্রতিক্রিয়া জানাল। কমিটির মুখাত্র বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে এবং জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে অনাগত রাজনৈতিক দলের নাম ‘জনশক্তি’ বলে যা শোনা যাচ্ছে তা নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। এ ধরনের কোনো নাম কিংবা সিদ্ধান্ত নিয়ে আমাদের আলোচনা হয়নি।

তার স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিভিন্ন সংবাদমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের বরাতে আমাদের দৃষ্টিগোচর হয়েছে যে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে এবং জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে অনাগত রাজনৈতিক দলের নাম ‘জনশক্তি’। যা জনমনে বিভ্রান্তির সৃষ্টি করেছে। আমরা নিশ্চিত করতে চাই যে, এ ধরনের কোনো নাম কিংবা সিদ্ধান্ত আমাদের মাঝে আলোচনা হয়নি। সংশ্লিষ্ট সকলকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো যাচ্ছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে এলেও অক্টোবরে আহ্বায়ক কমিটি গঠনের মধ্য দিয়ে প্রাথমিকভাবে সাংগঠনিক রূপ নেয়। ছাত্র আন্দোলনের সমন্বয়করা জেলা পর্যায়ে সফরের সফরের পর এ কমিটি গঠন করা হয়েছে। তখনই তাদের নেতৃত্বে দল গঠনের বিষয়টি আলোচনায় আসে।

পূর্ববর্তী নিবন্ধহিন্দুদের ওপর সহিংসতা সংক্রান্ত ভারতীয় মিডিয়ার প্রতিবেদনগুলো বিভ্রান্তিকর
পরবর্তী নিবন্ধচোর-ডাকাত, দালাল দিয়ে দল ভারী করবে না বিএনপি