দলের চাপ কমাতে চান শরিফুল

| রবিবার , ২৫ জুলাই, ২০২১ at ১১:৩৮ পূর্বাহ্ণ

যুব বিশ্বকাপ জয়ী বাংলাদেশি পেসার শরিফুল ইসলাম। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর তিন সংস্করণ মিলিয়ে ১০টি ম্যাচ খেলা হয়ে গেছে তার। এর তিনটিতে একাদশে ছিলেন মোস্তাফিজুর রহমান। তার অনুপস্থিতি দলকে কতটা ভোগায় তা জানা হয়ে গেছে শরিফুলের। তাই অভিজ্ঞ পেসারের অভাব পূরণের চেষ্টায় কঠোর পরিশ্রম করছেন তিনি। জিম্বাবুয়েতে চোটে ভুগছেন মোস্তাফিজ। বাংলাদেশ তাকে পেয়েছে মাত্র দুটি ম্যাচে। এক দিনের প্রস্তুতি ম্যাচে বোলিংয়ের সময় প্রথম ওভার অসমাপ্ত রেখে মাঠ ছাড়া বাঁহাতি এই পেসার সেরে উঠে খেলেন তৃতীয় ওয়ানডে। এরপর প্রথম টি-টোয়েন্টিতে খেলার পর আবার মাঠের বাইরে আছেন তিনি। সেরে উঠলে হয়তো খেলতে পারেন ফাইনালে পরিণত হওয়া শেষ টি-টোয়েন্টিতে। তিনি খেললে স্বাভাবিকভাবেই চাপ কম থাকবে শরিফুলের কাঁধে। কিন্তু শেষ পর্যন্ত মোস্তাফিজকে ছাড়া খেলতে হলে দল যেন চাপ অনুভব না করে, সেদিকে চোখ এখন শরিফুলের। হারারে থেকে বিসিবির পাঠানো ভিডিও বার্তায় শরিফুল জানান, ওটিস গিবসনের সঙ্গে কাজ করে প্রতিনিয়ত উন্নতির চেষ্টা করে যাচ্ছেন তিনি। সেখানে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন মোস্তাফিজও। শরিফুল বলেন, ‘মোস্তাফিজ ভাই এখন একটু চোটে ভুগছেন। উনি না থাকাতে দল একটু চাপে আছে। আমি চেষ্টা করছি, দল যেন চাপে না থাকে। যদি কোনো বাজে বল করি, মোস্তাফিজ ভাই আমাকে অনুশীলনে বা ম্যাচের পর সেটা নিয়ে বলেন। অনুশীলনে কোনো ভুল হলে উনি অনেকটা কোচের মতোই শিখিয়ে দেন।’ ‘ওটিস গিবসনের সঙ্গে অনেক কাজ করেছি। তিনি আমাকে অনেক ভালো পরামর্শ দিয়েছেন। বিশেষ করে ব্যাটসম্যানকে কীভাবে পড়তে হয় সে ব্যাপারে। তারপর নতুন বলে ও পুরাতন বলে সবকিছু অনুশীলন করছি। সেগুলো ম্যাচে প্রয়োগ করার পর ভালো ফল আসছে।’

পূর্ববর্তী নিবন্ধভারতের প্রথম পদক
পরবর্তী নিবন্ধইরানকে সোনা এনে দিলেন জাভেদ