কি দল আর কি নিজে, লিটন দাশ পারছেননা মোটেও সুবিধা করতে। নিজে যেমন রয়েছে ফর্মহীনতায় তেমনি দলও পারছেনা জিততে। এই যেমন ব্যাটিং–বোলিং ব্যর্থতায় ৭ উইকেটের হার দিয়ে শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ শুরু করে সফরকারী বাংলাদেশ। দলের এমন হারে চরম হতাশ বাংলাদেশ দলের অধিনায়ক লিটন দাস। গত বৃহষ্পতিবার রাতে পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৫ ওভারে ৪৬ রানের ভালো শুরু করেন বাংলাদেশের দুই ওপেনার পারভেজ হোসেন ইমন ও তানজিদ হাসান। পারভেজ ২২ বলে ৩৮ রান করার পর বাংলাদেশের পরের দিকের ব্যাটাররা দ্রুত রান তুলতে পারেননি। ফলে ১৮ ওভার শেষে বাংলাদেশের স্কোর দাঁড়ায় ৪ উইকেটে ১৩০। শেষ দিকে শামীম হোসেনের ৫ বলে ১৪ রানের ইনিংসে দেড়শ পার করতে পারে বাংলাদেশ। ৫ উইকেটে ১৫৪ রানের সংগ্রহ পায় টাইগাররা। জবাবে দুই ওপেনার পাথুম নিশাঙ্কা ও কুশল মেন্ডিসের ঝড়ো ব্যাটিংয়ে শুরুতেই ২৮ বলে ৭৮ রান তুলে শ্রীলংকা। পাওয়ার প্লেতে ১ উইকেটে ৮৩ রান পায় তারা। যা টি–টোয়েন্টিতে পাওয়ার প্লেতে সর্বোচ্চ রান শ্রীলংকার। শেষ পর্যন্ত মেন্ডিসের ৫ চার ও ১ ছক্কায় ৫১ বলে সাজানো ৭৩ রানের সুবাদে ১ ওভার বাকী থাকতে জয় নিয়ে মাঠ ছাড়ে শ্রীলংকা।
ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে লিটন বলেন, উইকেট বেশ ভাল ছিল। তবে কিছু বল নীচু হয়েছে। তবে সেটা কোন অজুহাত হতে পারেনা। হারের জন্য আমরা ভীষণ হতাশ। যারা ভালো ব্যাট করছিলো তাদের শেষ পর্যন্ত টিকে থাকার দরকার ছিল। আমার মনে হয়েছে, রান তাড়া করার জন্য এটি ভাল উইকেট। বোলাররা ভাল করতে পারেননি বলে জানান লিটন। তিনি বলেন, আমাদের ভাল বোলিং ইউনিট আছে। কিন্তু আমরা ভাল বোলিং করতে পারিনি। যেকোনও ক্রিকেটারের খারাপ দিন যেতেই পারে। রিশাদের প্রশংসা করে লিটন বলেন সে দারুণ বোলিং করেছে। এমন উইকেটে সঠিক জায়গায় বল করা গেলে ব্যাটারদের জন্য মানিয়ে নেওয়া বেশ কঠিন হয়ে পড়ে। কিন্তু আমরা সেটা করতে পারিনি। আগামীকাল ১৩ জুলাই সিরিজের দ্বিতীয় টি–টোয়েন্টি খেলতে নামবে বাংলাদেশ ও শ্রীলংকা।