দলীয় সিদ্ধান্তের বাইরে কারো ঠাঁই আওয়ামী লীগে হবে না

বাঁশবাড়িয়ায় কর্মী সমাবেশে সালাম

সীতাকুণ্ড প্রতিনিধি | মঙ্গলবার , ৯ নভেম্বর, ২০২১ at ৭:০৮ পূর্বাহ্ণ

নৌকা কোনো ব্যক্তির প্রতীক নয়, নৌকা মুক্তিযুদ্ধের প্রতীক, নৌকা স্বাধীনতার প্রতীক, নৌকা বঙ্গবন্ধুর আদর্শের প্রতীক। যে প্রকৃত আওয়ামী লীগ করবে সে অবশ্যই নৌকার বাহিরে যাওয়ার সুযোগ নেই। আওয়ামীলীগে এখনো অনেক ত্যাগী নেতা আছেন যারা এখনো অবধি দলের জন্য নির্ভীক কাজ করে যাচ্ছেন, যারা দলের সঙ্গে কখনো বেঈমানি করেনি। নিজের আত্মসিদ্ধান্তকে যারা দলের জন্য বিসর্জন দেয় তারাই বঙ্গবন্ধুর আদর্শের শেখ হাসিনার প্রকৃত কর্মী। দলীয় সিদ্ধান্তের বাহিরে কোনো স্বেচ্ছাচারিতার ঠাঁয় আওয়ামীলীগে হবে না। গত রবিবার রাতে নৌকা প্রার্থীর সমর্থনে বাঁশবাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সভাপতি এম.এ সালাম এসব কথা বলেন। কর্মী সমাবেশে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাঁশবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী শওকত আলী জাহাঙ্গীর। বাঁশবাড়িয়া উচ্চ বিদ্যালয় মিলনায়তনে ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মো. শাহাজানের পরিচালনায় কর্মী সমাবেশে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মোঃ আতাউর রহমান, সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল্লাহ আল বাকের ভূঁইয়া। বক্তব্য রাখেন- উত্তর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন আহমেদ বাবলু, শ্রম সম্পাদক মহসিন জাহাঙ্গীর, উপ-দপ্তর সম্পাদক ইয়াসিন মাহমুদ, ইঞ্জিনিয়ার আজিজুল হক সহ উপজেলা, ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধঅসাম্প্রদায়িক সমাজ গঠনে লেখকদের ভূমিকা অপরিসীম
পরবর্তী নিবন্ধবাকলিয়া থানা আওয়ামী লীগের আলোচনা সভা