দলীয় সহকর্মীর বিরুদ্ধে নিপীড়নের অভিযোগ

অনশনে সিপিবি নেত্রী

| সোমবার , ২১ সেপ্টেম্বর, ২০২০ at ১০:৫৮ পূর্বাহ্ণ

দলের এক সহকর্মীর বিরুদ্ধে নিপীড়নের অভিযোগ এনে সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে অনশনে বসেছেন দলটির কেন্দ্রীয় নেত্রী জলি তালুকদার। শনিবার রাত থেকে ঢাকার নয়া পল্টনে মুক্তি ভবনে সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে অনশন শুরু করেন তিনি। সিপিবির কেন্দ্রীয় কমিটির সম্পাদক ও গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক জলির অভিযোগ একই দলের ঢাকা কমিটির সদস্য জাহিদ হোসেন খানের বিরুদ্ধে। খবর বিডিনিউজের।
জলির অভিযোগ, গত ২৮ ফেব্রুয়ারি জাতীয় প্রেসক্লাবের সামনে বাম গণতান্ত্রিক জোটের এক সমাবেশে যোগ দিতে সিপিবির মিছিল নিয়ে যাওয়ার সময় তিনি জাহিদের নিপীড়নের শিকার হন। সাত মাস পর গত শুক্রবার সিপিবির ঢাকা কমিটির সভায় নেয়া এক সিদ্ধান্তের পর ওই ঘটনার বিচার দাবিতে অনশনে বসছেন তিনি। বিচার চেয়ে সিপিবির সভাপতি-সাধারণ সম্পাদককে লেখা চিঠিতে তিনি দাবি করেছেন, তাকে হেনস্থার বিষয়টি আমলে না নিয়ে ওই ঘটনার প্রতিবাদকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে ঢাকা কমিটি।
গত জুলাই মাসে নারী নির্যাতনের মামলা হওয়ার পর ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি এসএম শুভ এবং আরিফুল ইসলাম নাদিমকে অব্যাহতি দেয় সিপিবির সহযোগী সংগঠন ক্ষেতমজুর সমিতি। ওই ঘটনার পর শুভ-নাদিমের পক্ষে-বিপক্ষে স্যোসাল মিডিয়ায় সিপিবি কর্মীদের লেখালেখি দেখা যায়। তারপর সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম স্যোসাল মিডিয়ায় দলের নেতাকর্মীদের লেখালেখিতে নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন। তবে জলি অনশনে বসার পর স্যোসাল মিডিয়ায় তা নিয়ে আবারও আলোচনা শুরু হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধএসএসসি ’০৯ ও এইচএসসি ’১১ ব্যাচের মিলনমেলা
পরবর্তী নিবন্ধপরিবেশের ছাড়পত্র না নিয়ে গ্যাস স্টেশন স্থাপন