দলীয় সমর্থন পেতে আ.লীগের ৫৮ কাউন্সিলর প্রার্থীর দৌড়ঝাঁপ

সীতাকুন্ড পৌরসভা নির্বাচন

সীতাকুণ্ড প্রতিনিধি | শনিবার , ৫ ডিসেম্বর, ২০২০ at ১০:৫৮ পূর্বাহ্ণ

সীতাকুণ্ড পৌরসভা নির্বাচনে সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে মনোনয়নপত্র বৈধ হয়েছেন ৮৩ জনের। এর মধ্যে ৫৮জনই আওয়ামী লীগ সমর্থিত। প্রতিটি ওয়ার্ডে আ.লীগ সমর্থিত একাধিক প্রার্থী প্রতিন্দ্বন্ধিতা করছেন। সবচেয়ে ৯নং শিবপুর ওয়ার্ডে কাউন্সিলর পদে ১০জন প্রার্থী রয়েছে। আগামী ১০ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়। আ.লীগ সমর্থিত একক প্রার্থী মনোননের আশায় শীর্ষ পর্যায়ের নেতাদের কাছে দৌড়ঝাঁপ শুরু করেছেন প্রার্থীরা। তবে উপজেলা আ.লীগের শীর্ষ পর্যায়ের নেতারা কাকে বাদ দিবে তা নিয়ে সিদ্ধান্তহীনতায় ভুগছে।
আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা হলেন- মহিলা সংরক্ষিত পদে প্রার্থীরা হলেন- ১,২, ৩ নং ওয়ার্ডে লুৎফুন্নেসা, শামীমা আক্তার ডালিয়া, বর্তমান কাউন্সিলর আনোয়ারা বেগম, ৪,৫,৬ নং ওয়ার্ডে- আলেয়া বেগম, বর্তমান কাউন্সিলর জাকেরা বেগম, কামরুন নাহার, শামীমা আক্তার। ৭,৮,৯ নং ওয়ার্ডে- বর্তমান কাউন্সিলর জেসমিন আক্তার, খালেদা আক্তার, মাহমুদা বেগম। সাধারণ কাউন্সিলর পদে- ১নং ওয়ার্ড-নিজাম উদ্দিন নিজামী, বর্তমান কাউন্সিলর আনোয়ার হোসেন, মো. আবুল হাসেম চৌধুরী, মো. নুরুল কবির, মো. ইউনুছ মিয়া, দিদারুল আলম, ২নং ওয়ার্ড- মোহাম্মদ বদিউল আলম, আকবর হোসেন, মো. হারুন-অর-রশিদ, মোহাম্মদ শহিদুল হক, মোহাম্মদ সেলিম কুরাইশি, ৩নং ওয়ার্ড- সেতু দাস, হানিফ মোহাম্মদ, মোহাম্মদ নাসির উদ্দিন, স্বপন কুমার বণিক, কামাল উদ্দিন, হাসান চৌধুরী, ৪নং ওয়ার্ড- বর্তমান কাউন্সিলর হারাধন চৌধুরী, অমল চন্দ্র শীল, মো. আমিনুল ইসলাম, মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী। ৫নং ওয়ার্ড- মো. জোবায়ের হোসেন শাওন চৌধুরী, বিজয় ভট্টাচার্য, বর্তমান কাউন্সিলর মোহাম্মদ শফিউল ইসলাম চৌধুরী মুরাদ, মো. আবুল হোসেন, মোহাম্মদ নাজিম উদ্দিন, মোহাম্মদ মহিউদ্দিন, মোহাম্মদ জয়নাল আবেদীন, মোফাখ্‌খারুল আলম চৌধুরী। ৬নং ওয়ার্ড- বর্তমান কাউন্সিলর মুহাম্মদ দিদারুল আলম এপেলো, নূর মোহাম্মদ, মোহাম্মদ কামরুল হাসান, জহুরুল আলম, আরিফুল আউয়াল, ৭ নং ওযার্ড- মো. ফজলে এলাহী, রতন মিত্র, তরিকুল হক চৌধুরী, মাইদুল মো. আলাউদ্দিন, বর্তমান কাউন্সিলর মাকসুদুল আলম, ৮ নং ওয়ার্ড- রফিকুল নবী বাহার, রফিকুল আলম, বর্তমান কাউন্সিলর মো. মফিজুর রহমান, সুজিত দাস, স্বপন কান্তি পাল, মোহাম্মদ নাসির উদ্দিন, সালাহউদ্দিন, মোহাম্মদ সেলিম, হুমায়ুন কবির স্বপন, মোহাম্মদ সোহেল চৌধুরী। ৯ নং ওয়ার্ড- মো. আনোয়ার হোসেন, বর্তমান কাউন্সিলর মো. জুলফিকার আলী মাসুদ, চন্দন রায় চৌধুরী, সোহেল রানা, মো. শাহ জালাল চৌধুরী, মো. বেলাল হোসেন, নিজামুদ্দিন, মোহাম্মদ জাহেদ চৌধুরী, মো. কামাল হোসেন, নুরুল হুদা। সীতাকুণ্ড পৌর আওয়ামী লীগ দলীয় সূত্র মতে, নির্বাচনে দলীয় সমর্থনকে পাবেন, তা এখনও চূড়ান্ত হয়নি। আ.লীগের একক প্রার্থী মনোনয়ন নিয়ে গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলা আ.লীগের সভাপতি আব্দুল্লাহ আল বাকের ভুঁইয়ার বাসভবনে একান্ত আলোচনা হয়েছে। সেখানে উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক এস এম আল মামুন, পৌর আ.লীগের সভাপতি মেয়র প্রার্থী বদিউল আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সামাদ উপস্থিত ছিলেন। ইতিমধ্যে প্রতিটি ওয়ার্ডে একক প্রার্থী বাছাইয়ে মতামত নেয়ার জন্য আ.লীগ নেতা গোলাম রব্বানী, মাইমুন উদ্দিন মামুন, কনক উদ্দিন, অ্যাডভোকেট আব্দুস সামাদ ও মেজবাহ উদ্দিন চৌধুরীকে দায়িত্ব দেয়া হয়েছে। তারা গত বৃহস্পতিবার থেকে পৃথক পৃথকভাবে প্রতিটি ওয়ার্ডের প্রার্থীদের সাথে বিভিন্ন বিষয়ের আলোচনা করছেন। তারা প্রার্থীদের মতামত নিয়ে আ.লীগের শীর্ষ নেতাদের কাছে উপস্থাপন করবেন। কাউন্সিলর পদে দলীয় একক প্রার্থী নির্ধারণ প্রসঙ্গে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল্লাহ আল বাকের ভুঁইয়া বলেন, বড় রাজনৈতিক দল থেকে একাধিক নেতা প্রার্থিতার ব্যাপারে আগ্রহ দেখাবেন এটাই স্বাভাবিক। যারা মনোনয়ন নিয়েছেন সবাই যোগ্য ও দলের ত্যাগী কর্মী। তবে যোগ্য ও সৎ প্রার্থীকে আ.লীগের সমর্থন দেয়া হবে। আগামী ৮ ডিসেম্বর আ,লীগ সমর্থিত কাউন্সিলর প্রকক প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধঅধ্যাপক আবুল কালাম আজাদ
পরবর্তী নিবন্ধসাংবাদিক নাজিমুদ্দীন শ্যামল আইসিইউতে