দলীয় মালিকানায় রাউজানে ১৪ ইউনিয়নে হচ্ছে ভবন

ফজলে করিম এমপির উদ্যোগ

রাউজান প্রতিনিধি | বুধবার , ১৮ নভেম্বর, ২০২০ at ১০:৩৫ পূর্বাহ্ণ

রাউজান উপজেলার ১৪টি ইউনিয়নে নির্মিত হয়েছে আওয়ামী লীগের নিজস্ব কার্যালয়। তিন থেকে ছয় শতক পর্যন্ত জায়গার উপর নির্মাণ করা দলের প্রতিটি ভবন চার থেকে ছয় তলা পর্যন্ত। ইতিমধ্যে উপজেলার বেশির ভাগ ইউনিয়নের ভবন নির্মাণ কাজ শেষ হয়েছে। জানা যায়, ১৪টি ভবনের মধ্যে ইতিমধ্যে নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে ১০টির। নির্মাণাধীন রয়েছে তিনটি। গত রোববার পাহাড়তলী ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ছয় তলা ভবন নির্মাণ কাজের ভিত্তি স্থাপন করেছেন রেলপথ মন্ত্রণাালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আবদুল ওহাব, পাহাড়তলী ইউনিয়নের চেয়ারম্যান রোকন উদ্দিনসহ দলীয় নেতৃবৃন্দ। উপজেলা আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, একটি উপজেলায় দলীয় মালিকানায় ১৪টি চার/ ছয় তলা ভবন ও কার্যালয় প্রতিষ্ঠা করে অনন্য নজির স্থাপন করেছেন রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী। ভবনগুলোর উপর অংশে একাধিক ফ্লোর রাখা হয়েছে দল ও অঙ্গ সংগঠনের কর্মকাণ্ড পরিচালনায়। বাকি ফ্লোর রাখা হয়েছে বাণিজ্যিকভাবে উদ্দেশ্যে। সরেজমিনে দেখা যায়, উপজেলার পূর্বগুজরা ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়টি স্থানীয় অলিমিয়াহাট বাজারের দর্শনীয় স্থানে। এই ভবনের তত্ত্বাবধানে থাকা উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি ব্যাংকার মফজল হোসেন বলেছেন, ভবনের নিচের তলায় মার্কেট করা হয়েছে। উপরের দুটি ফ্লোর রাখা আছে দলের কার্যালয় হিসাবে। ভবনের বাকি ফ্লোর বাণিজ্যিক প্রতিষ্ঠানের কাছে ভাড়া দেয়া হবে। পরিদর্শনে দেখা যায় নোয়াপাড়া ইউনিয়ন ও পাহাড়তলী ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয় নির্মাণ করা হচ্ছে রাউজানের ব্যস্ততম দুটি বাণিজ্যিক এলাকা পথেরহাট ও পাহাড়তলী চৌমুহনীতে। নোয়াপাড়া পথের হাট ভবনটির ৮০ শতাংশ কাজ শেষ হলেও পাহাড়তলীর ভবনটির কাজ মাত্র শুরু করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে তাঁতী লীগের সভা
পরবর্তী নিবন্ধআদর্শ কখনো বদল করেননি মওলানা ভাসানী