দলীয় প্রার্থীর বাইরে মনোনয়ন ফরম নিলেন বিএনপির ৭ নেতা

সীতাকুণ্ডে আসলাম চৌধুরী, কোতোয়ালীতে সামছুল ও বক্কর, হাটহাজারীতে ফজলুল হক ও শাকিলা ফারজানা

আজাদী প্রতিবেদন | সোমবার , ২২ ডিসেম্বর, ২০২৫ at ৫:৪৯ পূর্বাহ্ণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার দশম দিনে গতকাল চট্টগ্রামের ১৬ সংসদীয় আসন থেকে বিএনপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ও স্বতন্ত্রসহ ১৬ জন প্রার্থী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এর মধ্যে বিএনপির ৮ জন নেতা মনোনয়ন ফরম নিয়েছেন। এদের মধ্যে মীরসরাই বাদে বিভিন্ন আসনে ৭ জন নেতা দল থেকে মনোনীত ব্যক্তির বাইরে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এ তালিকায় আছেন সীতাকুণ্ডে আসলাম চৌধুরী, হাটহাজারীতে এসএম ফজলুল হক ও শাকিলা ফারজানা, কোতোয়ালীতে আবুল হাশেম বক্কর ও মোহাম্মদ সামছুল আলম, চন্দনাইশে জাকের হোসেন ও শফিকুল ইসলাম রাহী।

এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের ২ জন, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের ১ জন এবং স্বতন্ত্র ৫ জন মনোনয়ন ফরম নিয়েছেন। তফসিল ঘোষণার পর থেকে এ নিয়ে চট্টগ্রামের ১৬ আসনে বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং স্বতন্ত্র মিলে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন মোট ৪৭ জন প্রার্থী। গতকাল রোববার চট্টগ্রামের রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে প্রার্থীরা তাদের মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার (সাধারণ শাখা) মো. হেদায়েত উল্যাহ্‌ জানান, আজকে (রোববার) রিটার্নিং অফিসারের কার্যালয় ও সহকারী রিটার্নিং অফিসারের অফিস থেকে ৫ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

চট্টগ্রাম৪ সীতাকুণ্ড আসন থেকে গতকাল মনোনয়ন ফরম নিয়েছেন বিএনপির মোহাম্মদ আসলাম চৌধুরী। চট্টগ্রাম৫ হাটহাজারী আসন থেকে গতকাল বিএনপির দুই প্রার্থী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। তারা হলেন এস এম ফজলুল হক ও ব্যারিস্টার শাকিলা ফারজানা। চট্টগ্রাম৯ কোতোয়ালী আসন থেকেও গতকাল বিএনপির দুই প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। তারা হলেন মো. আবুল হাশেম বক্কর এবং মোহাম্মদ সামছুল আলম।

এদিকে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে গতকাল ১১ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বলে জানিয়েছেন চট্টগ্রামের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বশির আহমেদ। চট্টগ্রাম১ মীরসরাই আসন থেকে গতকাল মনোনয়ন ফরম নিয়েছেন বিএনপির দলীয় মনোনয়নপ্রাপ্ত নুরুল আমিন। এ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন নিয়েছেন শেখ জুলফিকার বুলবুল চৌধুরী।

চট্টগ্রাম২ ফটিকছড়ি আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম নিয়েছেন গোলাম নওশের আলী। চট্টগ্রাম৩ সন্দ্বীপ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম নিয়েছেন মোহাম্মদ এম আর ভূইয়া। চট্টগ্রাম৭ রাঙ্গুনিয়া আসন থেকে মনোনয়ন ফরম নিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আবদুল্লাহ আল হারুন। চট্টগ্রাম১৪ চন্দনাইশ আসন থেকে মনোনয়ন ফরম নিয়েছেন বিএনপির দুই প্রার্থী জাকের হোসেন ও শফিকুল ইসলাম রাহী। এ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোহাম্মদ আবদুল হামিদ, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী মৌলানা মো. সোলাইমান এবং স্বতন্ত্র প্রার্থী জসীম উদ্দিন আহমেদ মনোনয়ন ফরম নিয়েছেন। চট্টগ্রাম১৬ বাঁশখালী আসন থেকে গতকাল স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম নিয়েছেন মোহাম্মদ লেয়াকত আলী।

চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরী আজাদীকে জানান, রোববার চট্টগ্রামের ১৬ সংসদীয় আসনে ১৬ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এ পর্যন্ত ১৬ আসনে ৪৭ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। আগামী ২৯ ডিসেম্বর পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দেওয়ার সুযোগ রয়েছে।

দলীয় প্রার্থীর বাইরে মনোনয়ন ফরম নিলেন বিএনপির ৭ নেতা : বিডিনিউজ জানায়, চট্টগ্রামের বিভিন্ন আসনে দল থেকে মনোনীত ব্যক্তিদের বাইরে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বিএনপির ৭ নেতা। সীতাকুণ্ডে আসলাম চৌধুরী মনোনয়ন ফরম নিয়েছেন। এ আসনে মনোনয়ন দেওয়া হয় উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী সালাউদ্দিনকে। বৃহস্পতিবার এ আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন বিএনপি ঘোষিত প্রার্থী কাজী মো. সালাউদ্দিন।

চট্টগ্রাম(হাটহাজারী ও নগরীর ১ ও ২ নম্বর ওয়ার্ড) আসনে বিএনপি প্রার্থী ঘোষণা করে কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে। গত ১৭ ডিসেম্বর তার পক্ষে মনোনয়ন সংগ্রহ করা হয়। এ আসন থেকে গতকাল মনোনয়ন ফরম সংগ্রহ করেন দলের কেন্দ্রীয় কমিটির সাবেক উপ কোষাধ্যক্ষ এসএম ফজলুল হক ও সাবেক হুইপ প্রয়াত সৈয়দ ওয়াহিদুল আলমের মেয়ে শাকিলা ফারজানা।

চট্টগ্রাম(কোতোয়ালী, বাকলিয়া) আসনে দল থেকে মনোনয়ন পেয়েছেন দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান। তিনি গত বৃহস্পতিবার মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। গতকাল এ আসন থেকে মনোনয়ন ফরম নিয়েছেন নগর বিএনপির সাবেক সদস্য সচিব আবুল হাশেম বক্কর ও মোহাম্মদ সামছুল আলম। বক্কর এবারই প্রথম মনোনয়ন সংগ্রহ করেছেন। ব্যবসায়ী থেকে রাজনীতিতে আসা সামছুল ২০০৮ সালে চট্টগ্রাম৯ আসন থেকে বিএনপির টিকিটে নির্বাচন করেন। দলের মহানগর কমিটির সহসভাপতির পদও পেয়েছিলেন। এরপর দীর্ঘদিন রাজনীতির আড়ালে ছিলেন।

চট্টগ্রাম১৬ আসনে বিএনপি মনোনয়ন দিয়েছে দলটির দক্ষিণ জেলার যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পাকে। তিনি সাবেক বন ও পরিবেশ মন্ত্রী প্রয়াত জাফরুল ইসলাম চৌধুরীর ছেলে। জাফরুল ইসলাম এ বাঁশখালী আসন থেকে ১৯৯৬ থেকে ২০১৩ সাল পর্যন্ত চার দফায় সংসদ সদস্য ছিলেন। বৃহস্পতিবার এ আসন থেকে মিশকাতুল ইসলাম পাপ্পা মনোনয়ন নিয়েছেন। গতকাল এ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেন দক্ষিণ জেলা বিএনপি নেতা ও আলোচিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান লেয়াকত আলী, যিনি গত ২৭ নভেম্বর ফেসবুক লাইভে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন। লেয়াকত দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি ছিলেন। বর্তমানে তিনি দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও বাঁশখালী উপজেলার ৯ নম্বর গণ্ডামারা ইউনিয়নের চেয়ারম্যান।

চট্টগ্রাম১৪ আসন থেকে বিএনপি এখনো প্রার্থী ঘোষণা না করলেও সে আসন থেকে দুই বিএনপি নেতা জাকের হোসেন ও শফিকুল ইসলাম রাহী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ২৯ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত। রিটার্নিং অফিসারের আদেশের বিরুদ্ধে কমিশনে আপিল দায়েরের শেষ তারিখ ১১ জানুয়ারি। আপিল নিষ্পত্তির তারিখ ১২ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং অফিসার কর্তৃক চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারি। নির্বাচনি প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। নির্বাচনে ভোটগ্রহণ হবে ১২ ফেব্রুয়ারি।

পূর্ববর্তী নিবন্ধফয়সালদের ব্যাংক হিসাবে ১২৭ কোটির অস্বাভাবিক লেনদেন : সিআইডি
পরবর্তী নিবন্ধফয়সাল দেশে না বিদেশে, নিশ্চিত নয় পুলিশ