দলীয় পদ ছেড়ে রাশেদ ‘ধানের শীষে’, নুর লড়বেন ‘ট্রাক’ নিয়েই

| রবিবার , ২৮ ডিসেম্বর, ২০২৫ at ৫:৪৫ পূর্বাহ্ণ

গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান দলীয় পদ ছেড়ে ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিএনপির ‘ধানের শীষ’ নিয়ে। তিনি দল ছেড়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন। গতকাল শনিবার দুপুরে ঢাকার গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুল দিয়ে বিএনপিতে যোগ দেন তিনি। এসময় বিএনপি মহাসচিব বলেন, রাশেদ খান, তিনি বিএনপিতে যোগ দিচ্ছেন। আমি অভিনন্দন জানাই। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদও উপস্থিত ছিলেন। খবর বিডিনিউজের।

যুগপৎ আন্দোলনে থাকা শরিকদের সঙ্গে আসন সমঝোতা করতে গিয়ে রাশেদকে ঝিনাইদহ৪ এবং নুরকে পটুয়াখালী৩ আসন ছেড়ে দিয়েছে বিএনপি। নির্বাচন কমিশনের নতুন নিয়ম অনুসারে জোট গঠন করলেও দলীয় প্রতীকেই নির্বাচন করতে হবে জোটবদ্ধ প্রার্থীদের। সে অনুযায়ী, গণঅধিকার পরিষদের রাশেদের দলীয় প্রতীক ট্রাক নিয়ে লড়ার কথা। এর মধ্যে শুক্রবার সন্ধ্যার পর গুঞ্জন ছড়াতে থাকে, রাশেদ খান বিএনপিতে যোগ দিচ্ছেন। এ ব্যাপারে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলছেন, নির্বাচনে জয়ের কৌশল হিসেবে দলীয়ভাবে এ সিদ্ধান্ত হয়েছে। তিনি নিজে দলীয় প্রতীক ট্রাক নিয়েই ভোট করবেন।

জানতে চাইলে রাশেদ বলেন, বিএনপি গণমানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াই সংগ্রাম করছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যাকে আমি নিজের আদর্শ মনে করি। বর্তমান বিএনপির নেতত্ব দিচ্ছেন তারেক রহমান।

পূর্ববর্তী নিবন্ধঅনুমতি মেলেনি, চট্টগ্রামে হলো না ‘গানে গানে সংহতি’
পরবর্তী নিবন্ধযুবককে খুঁটির সঙ্গে বেঁধে কুপিয়ে জখম, দুজন গ্রেপ্তার