বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে মহানগর আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী ও বিচক্ষণ নেতৃত্ব ও নির্দেশনায় নির্বাচনে তাঁর কৌশলগত অবস্থানে এদেশের গণতন্ত্রকামী দেশপ্রেমিক মানুষের অভাবিত বিজয় অর্জিত হয়েছে। এই বিজয়কে নানা ধরনের কূটকৌশলে প্রশ্নবিদ্ধ করতে যারা চায় তারা ৭১’র পরাজিত শক্তির প্রেতাত্মা এবং জনগণের প্রতি তাদের আস্থা, বিশ্বাস এবং ভরসা নেই। এই নির্বাচন নিয়ে দেশবাসীর উৎকণ্ঠা ও উদ্বেগ থাকা সত্ত্বেও দলীয় সরকারের অধীনে শান্তিপূর্ণভাবে জাতীয় নির্বাচন হতে পারে এই দৃষ্টান্ত নতুন করে স্থাপিত হয়েছে।
গতকাল বুধবার নগরীর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে বঙ্গবন্ধুর ৫২তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে মহানগর আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভায় তিনি একথা বলেন। মহানগর আওয়ামী লীগ নেতা চৌধুরী হাসান মাহমুদ হাসনীর সঞ্চালনায় বক্তব্য দেন, নঈম উদ্দিন চৌধুরী, খোরশেদ আলম সুজন, বদিউল আলম, শফর আলী, নোমান আল মাহমুদ, দিদারুল আলম চৌধুরী, আবুল মনসুর, ছিদ্দিক আলম, সাহাব উদ্দিন আহমদ, অধ্যাপক আসলাম হোসেন, স্বপন কুমার মজুমদার, সৈয়দ মো. জাকারিয়া, আতিকুর রহমান, কাজী হুমায়ুন আলম মুন্না, ইলিয়াছ সরকার। প্রেস বিজ্ঞপ্তি।