চট্টগ্রাম–১১ আসনের সংসদ সদস্য এম. এ. লতিফ বলেছেন ‘দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর ছবির সামনে বসে বঙ্গবন্ধুর নৌকাকে যারা ডুবিয়ে দিতে ষড়যন্ত্র করছে, শেখ হাসিনার ছবির নিচে দাঁড়িয়ে শেখ হাসিনার প্রার্থীকে হারানোর জন্য যারা এলাকায় উন্নয়ন না হওয়ার অভিযোগ করছে, তারা জামায়াত– বিএনপির চেয়েও বিষধর, মীর জাফরের বংশধর।’
তিনি গতকাল রোববার বিকেলে নগরীর স্টিলমিলস্থ একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখছিলেন। ৪০ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কাউন্সিলর আব্দুল বারেকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় লতিফ বলেন, আওয়ামী লীগের অফিসে বসে আওয়ামী লীগ প্রার্থীর বিরোধিতা করতে দেয়া হবে না, স্বতন্ত্র প্রার্থীর অফিস স্বতন্ত্র জায়গায় করেন, আমরা দেখতে চাই শেখ হাসিনার নৌকার বিপক্ষে ওরা কারা। কোনো অবস্থাতেই আওয়ামী লীগের দলীয় কার্যালয়কে কাশিমবাজার কুঠি বানাতে দেয়া হবে না। আমাদের মনে রাখতে হবে, এবারের নির্বাচন বাংলাদেশ এবং শেখ হাসিনার জন্য অনেক গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ বলেই গুরুত্বপূর্ণ আসনে গুরুত্বপূর্ণ ব্যক্তিকে তিনি মনোনয়ন দিয়েছেন। আমরা শেখ হাসিনার প্রার্থীকে বিজয়ী করে আনতে আমাদের সর্বোচ্চ মেধা, শ্রম, কৌশল ব্যবহার করবো ইনশা আল্লাহ। তিনি আরো বলেন, শেখ হাসিনার সাথে যারা থাকবেন, শেখ হাসিনার সিদ্ধান্ত যারা মানবেন, তারাই আওয়ামী লীগ, বাকিরা বেকার পাবলিক।
সভায় মহানগর আওয়ামী লীগের সদস্য বন্দর– পতেঙ্গা আসনে টানা তিনবার নির্বাচিত সংসদ সদস্য এম এ লতিফ বলেন, আমি যতোবার আমার নেত্রী হতে নৌকা এনেছি, প্রতিবার বিজয়ী বেশে ওনার নৌকাকে ওনার হাতে দিয়েছি, আমি গত তিন নির্বাচনে একবারও পরাজিত নৌকা নিয়ে ওনার সামনে যাইনি, ইনশাআল্লাহ আগামি ৭ জানুয়ারি আবারো আপনাদের ভালোবাসা, দলের জন্য শ্রম দেয়া, মাঠের নির্লোভ ত্যাগী কর্মীদের গায়ের ঘাম, সাধারণ মানুষের কৃতজ্ঞতা ভর্তি করে ওনার নৌকাকে ওনার হাতে দিতে যাবো।
৪০নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন ও দপ্তর সম্পাদক সেকান্দর আজমের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মাহাবুবুল হক মিয়া ও চিটাগাং চেম্বার সভাপতি ওমর হাজ্জাজ, পতেঙ্গা থানা আওয়ামী লীগের আহ্বায়ক আব্দুল হালিম, ৩৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকবর হোসেন কবি, ইপিজেড থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাকের আহম্মদ খোকন। প্রেস বিজ্ঞপ্তি।