চট্টগ্রাম রেজিস্ট্রেশন কমপ্লেক্স দলিল লেখক সমিতির উদ্যোগে সাবেক সভাপতি আবুল কাশেম আজাদের সমিতির ১নং মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি মো. আইয়ুবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আকবর আলীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দলিল লেখক সমিতির কেন্দ্রীয় সভাপতি নূর আলম ভুইয়া। প্রধান আলোচক ছিলেন সমিতির কেন্দ্রীয় মহাসচিব জোবায়ের আহম্মদ। বিশেষ অতিথি ছিলেন সমিতির কেন্দ্রীয় উপদেষ্টা সৈয়দ মোহাম্মদ আবু তালেব, সিনিয়র সহ-সভাপতি মো. ফরিদুল ইসলাম বাহাদুর, খোরশেদ আলম বাবুল, এম. মোক্তার আহাম্মদ, হাজী ছিদ্দিকুর রহমান, মো. সাখাওয়াত হোসেন, মো. নাছির উদ্দিন, ফোরকান উদ্দিন মানিক। বক্তব্য রাখেন মো. নুর উদ্দিন চৌধুরী, আহমদ আবদুল কাইয়ুম, এম. জাহাঙ্গীর আলম, মো. আকবর আলী, মো. মামুনুর রশিদ। প্রধান অতিথি বলেন, দলিল লেখকগণ জাতীয় রাজস্ব আয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কিন্তু বর্তমানে দলিল লেখকেরা নানা সমস্যায় জর্জরিত। তিনি বলেন-দলিল লেখকদের কল্যাণে আবুল কাশেম আজাদের অবদান অপরিসীম। তিনি দলিল লেখকদের পেশাগত মানোন্নয়ন, দক্ষতা অর্জন এবং সুসংগঠিত করণে আজীবন কাজ করেছেন। সভায় সমিতির ৪ জন প্রয়াত সদস্যের পরিবারকে মরণোত্তর পারিবারিক কল্যাণ ভাতার অর্থ প্রদান করা হয়। সভা ও দোয়া মাহফিলে সমিতির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।