প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে সায় দেওয়া দলত্যাগীদের বিরুদ্ধে দেশের সর্বোচ্চ আদালতে পিটিশন করতে যাচ্ছে পাকিস্তান সরকার। শুক্রবার পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী একথা জানিয়েছেন। পার্লামেন্টে ইমরানের বিরুদ্ধে আনাস্থা প্রস্তাবের আগে তার দল থেকে বের হয়ে যাওয়া এমপিদের সাংসদ পদ থাকবে কি না, সে বিষয়ে সুপ্রীম কোর্টের রায় জানতেই এই আবেদন। খবর বিডিনিউজের। পাকিস্তানের আইন অনুসারে, দলছুট হলে বা দলের বিরুদ্ধে ভোট দেওয়া সাংসদদের আসন শূন্য ঘোষণা হতে পারে। এ মাসের অনাস্থা ভোটের আগেই ‘দলত্যাগ বিরোধী’ এই আইন প্রয়োগ করতে চায় ইমরানের সরকার। বিরোধী দলের আনা অনাস্থা প্রস্তাবের প্রেক্ষিতে ভোটাভুটি করতে এ মাসেই দেশটির পার্লামেন্টে অধিবেশন বসার কথা রয়েছে। পার্লামেন্টের ওই অনাস্থা ভোটকে সামনে রেখে অস্থির হয়ে উঠেছে পাকিস্তানের রাজনৈতিক অঙ্গন।
এর আগে বৃহস্পতিবার নিজ দলের একাধিক সাংসদ প্রধানমন্ত্রী খানের প্রতি সমর্থন প্রত্যাহার করে বিরোধী দলের ইমরান পতনের ডাকে সায় দেন। ইমরান তার জোটের শরিকদের সমর্থনও হারাতে পারেন। এতে সাবেক এই ক্রিকেট তারকার ক্ষমতায় থাকা অনিশ্চিত হয়ে উঠেছে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ আহমাদ এক সংবাদ সম্মেলনে বলেন, দলত্যাগের পর আর তাদের ভোট দেওয়ার ক্ষমতা থাকছে কি না তা নিয়ে সুপ্রিম কোর্টের রায় জানার সিদ্ধান্ত নিয়েছে সরকার।